অসম সরকারের নির্দেশিকা রুখে দিল নির্বাচন কমিশন। নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে অসম সরকার ১২ জন আইপিএস অফিসার এবং ৬ জন অসম পুলিশ সার্ভিসের আধিকারিককে বদলি করে দিয়েছিল। সেই বদলির নির্দেশিকাকে স্থগিত করে দিল নির্বাচন কমিশন। সুতরাং এই বদলি হচ্ছে না বলে খবর। তবে এটা অসম সরকারের কাছে বড় ধাক্কা বলেও দেখা হচ্ছে।শনিবার কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত এই বদলি স্থগিত করা হল। কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বদলি না করার। শুক্রবার নির্বাচন কমিশন ঘোষণা করেছে, অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচের এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। তখনই এই সিদ্ধান্ত নিয়েছিল অসম সরকার। যা আটকে গেল কমিশনের কলমের খোঁচাতে।নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে এইসব রাজ্যে। তার মধ্যেই পড়ে বদলি এবং পোস্টিংয়ের বিষয়। তাই এই বদলি স্থগিত করে দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এই বদলি নজরে এসেছিল কমিশনের। তখনই সিদ্ধান্ত নিয়ে এই বদলি স্থগিত করে দেওয়া হয়।