স্বাধীনতা দিবসে রবীন্দ্রনাথের ‘জনগণমন-অধিনায়ক’ গানটির ইংরেজি তর্জমা ফেসবুকে পোস্ট করল নোবেল পুরস্কার কমিটি। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল প𝓡ুরস্কার পান রবীন্দ্রনাথ। সেই নোবেল কমিটিই ভারতেথ স্বাধীনতা দিবসে বিশেষ পোস্ট নিয়ে হাজির হল। স্বাধীনতা দিবসে দেশের জাতীয় সঙ্গীত নিয়ে পোস্ট করে নোবেল কমিটি। গানটির ইংরেজি তর্জমা করে গি🌞য়েছিলেন রবীন্দ্রনাথ নিজেই। তাঁর হস্তাক্ষরে লেখা সেই তর্জমার ছবি পোস্ট করে নোবেল কর্তৃপক্ষ।
(আরও পড়ুন: অলীক রবারের ঘষায় মুছে যায় শৈশব, আসে কৈশোর! স্বাধীনতা𒊎র অন্য স্মৃতি পবিত্র সরকারের)
প্রসঙ্গত, ১৯১৩ সা🉐লের ১৩ নভেম্বর সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারত😼ীয় হিসেবে তিনিই এই পুরস্কার পান। তাঁর লেখা 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের ইংরেজি তর্জমা 'সংস অফারিংস'এর জন্য এই পুরস্কার পান তিনি। সেই প্রথম কোনও অ-ইউরোপীয় হিসেবে তিনিই প্রথম নোবেল প্রাপক ছিলেন।
(আরও পড়ুন: ‘সুভাষ থাকলি এসব হত না’, ইছামতীর জলে আজও অন্য স্বাধীনতার স🎉্বপ্ন দেখেন মৎস্যজীবী সন্তোষ)
মোট ১৫৭ টি গীতিকবিতা নিয়ে সংকলিত 'গীতাঞ্জলি' প্রকাশের পর সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। ১৯১০ সালে গীতাঞ্জলি প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই গীতাঞ্জলির কবিতা ও গানগুল𝔉ি ইংরেজি ভাষায় অনুবাদ করার কাজ শুরু করেছিলেন। মূল বাংলা কাব🎐্যগ্রন্থের অন্তর্গত ৫৩টি গান সং অফারিংস সংকলনে প্রকাশিত হয়। সেই বইটিই নোবেল পুরস্কার জিতে নেয়।