ইজরায়েলি সরকারের মন্ত্রিসভা পুরুষদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা ৩২ মা꧒স থেকে বাড়িয়ে ৩৬ মাস করার পরিকল্পনা অনুমোদন করেছে, শুক্রবার ইসরায়েলের ওয়াইনেট নিউজ আউটলেট জানিয়েছে। খবর রয়টার্স সূত্র
বৃহস্পতিবার রাতে নিরাপত্তা মন্ত্রিস൲ভার এক বৈঠকের প🃏র ওয়াইনেট জানিয়েছে, ৩৬ মাসের এই নিয়ম আগামী আট বছরের জন্য বলবৎ থাকবে।
রবিবার মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠকে এই প্রস্তাব ভোটাভুটির জন্য পেশ করা হতে পারে বলে জানিয়েছে ত꧅ারা।
ইজরায়েলের সামরিক কমান্ডাররা বলেছেন, গাজায় হামাস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ꧋ এবং লেবাননভিত্তিক হিজবুল্লাহ মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষ টিকিয়ে রাখতে তাদ⛦ের জনবল বাড়াতে হবে।
একটি পৃথক উদ্যোগে, ইজরায়েলের হাজার হা💟জার অতি-অর্থোডক্স সেমিনারির শিক্ষার্থীদের খসড়া নোটিশ পাঠানোর পরিকল্পনা করছে যারা আগে সামরিক পরিষেবা থেকে অব্যাহতি পেয়েছিল।
হামাস পরিচালিত গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, শনিবার গাজার খান ইউনিসে বাস্তুচ্যুতদের আবাসস্থল তাঁবুতে ইসরায়েলি হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত বা আহত হꦬয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়🔯েছে, তারা প্রতিবেদনটি খতিয়ে দেখছে। সরকারিভাবে মৃতের সংখ্যা নিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।
অন্যদিকে হামাস পরিচালিত গাজার সিভিꦿল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, শুক্রবার গাজা সিটির কিছু অংশ থেকে ইজরায়েলি সেনা প্রত্যাহারের পর তারা প্রায় ৬০টি🌌 মৃতদেহ খুঁজে পেয়েছে।
আন্তর্জাতিক মধ্🧜যস্থতাকারীরা যখন দশম মাসে পদার্পণ করা যুদ্ধ থামানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তখন এই পরিস্থিতি নজরে এল।
তাল আলᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ-হাওয়া ও আল-সিনা জেলা থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জা💦নিয়েছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। সোমবার বেসামরিক লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর চলতি সপ্তাহে ইজরায়েলি বাহিনী ওই এলাকাগুলোতে প্রবেশ করে।
ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের ধ্বংসস্তূপে👍র নিচে এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে, যেখানে আমাদের ক্রুদের পক্ষে পৌঁছানো কঠিন, বলেছেন সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল।
স্থানীয় বাসিন্দা ও সংস্থাট⛎ি জানিয়েছে, হামাস জঙ্গিদের সঙ্গে কয়েকদিনের লড়াইয়ের পর ইজরায়েলি সেনারা সরে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ইজরায়েলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
এর আগে গাজার স্বাস্থ্য♛ মন্ত্রণালয় ওই অঞ্চলে রাতভর ৩২ জনের মৃত্যুর ♎খবর জানিয়েছিল, যাদের অধিকাংশই শিশু ও নারী।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা দক্ষিণের রাফাহ এলাকায় লড়াই করছে, যেখানে তাদের সৈন্যরা 'খুব কাছ থেকে যুদ্ধ ও বিমান হামলা চালিয়ে অসংখ্য সন্ত্রাসী🦂কে নির্মূল করেছে।
তবে সাম্প্রতিক দিনগুলোতে প্রধান যুদ্ধক্ষেত্র হচ্ছে গাজা সিটি, যেখানে দুই সপ্তাহের লড়াইয়ে পূর্বাঞ্চলীয় জ🌠েলা শুজাইয়া বিধ্বস্ত হয়েছে।
ইজরায়েলি সেনাবাহিনী বুধবার হাজার হাজার লিফলেট ফেলে গাজা সিটির সব বাসিন্দাকে 'বিপজ্জনক যুদ্ধক্ষেত্র'♏ এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
শিক্ষক তারিক ঘানেম বলেন, ဣযুদ্ধের আগে ইজরায়েলি সেনাবাহিনী গাজা সিটির অন্যতম প্রাণবন্ত এলাকা আল-রিমালে 'ব্যাඣপক ধ্বংসযজ্ঞ' চালিয়েছিল।
৫৭ বছর বয়সী🌟 এই ব্যক্তি বলেন, 'বাড়িঘরে 🐷আগুন জ্বলছে এবং সর্বত্র গোলা পড়ছে।
তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে রাস্🅷তায় লাশ পড়ে আছে, সেগুলো উদ্ধার করারও কেউ নেই। সর্বত্র আহত মানুষ পড়ে আছে, কেউ তাদের কাছে পৌঁছাতে পারছে না।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বলেছে, 'পুরো পরিবার আটকা পড়েছে এবং তারা মরিয়া হয়ে নিরাপত্তা খুঁজছে। বিশাল চাহিদা আমাদের সাড়া দে𓂃ওয়া ক্ষমতার বাইরে।
আইসিআরসি বলেছে, গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে 'জনাকীর্ণ, প্রয়োজনীয় পরিষেবার অভাব রয়েছে এবং শত্রജুতার সম্মুখীন হচ্ছে' এমন অঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরꦏায়েলের সামরিক অভিযানে গাজায় অন্তত ৩৮ হাজার ৩৪৫ জন নিহত হ🧸য়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
যুদ্ধ খাদ্য ও ওষুধের ঘাটতিসহ মানবিক সংকটও সৃষ্টি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে চিকিৎসা সামগ্রী বহনকারী মাত্র পাঁচট💎ি ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, আরও ৭০টি ট্রাক সীমান্তে অপেক্ষা করছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার ফিলিস্তিনি 🐻শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থায় অর্থায়ন পুনরায় শুরু করার জন্য দাতা সরক🍷ারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, সতর্ক করে দিয়ে বলেছেন, গাজাবাসীদের সহায়তার জন্য ইউএনআরডব্লিউএ'র কোনো বিকল্প নেই।
তিনি বলেন, 'আমরা যখন ভেবেছিলাম গাজায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে না, ঠিক তখনই বেসামরিক লোকজনকে নরকের 💮আরও গভীর বৃত্তে ঠেলে দেওয়া হচ্ছে।
ইউএনআরডব্লিউএ প্রধান𝔉 ফিলিপ লাজারিনি বলেছেন, আরও তহবিল ছাড়া ইউএনআরডাব্লুএ অগস্টের পরে কাজ করতে পারবে না।