বাংলা নিউজ > ঘরে বাইরে > Farooq Abdullah: ‘যত দোষ কাশ্মীর ফইলসের’! পণ্ডিত হত্যার আবহে বিতর্কিত মন্তব্য ফারুক আবদুল্লার
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত কাশ্মীর ফাইলস নিয়ে বিগত দিনে কম বিতর্ক হয়নি দেশে। রাজনৈতি মহলে ঝড় তুলেছিল কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার প্রেক্ষাপটে তৈরি এই সিনেমাটি। ১৯৯০-এর দশকে কাশ্মীরি পণ্ডিতদের হৃদবিদারক কাহিনী তুলে ধরে বিরোধীদের নিশানায় এসেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এবার সেই ১৯৯০ দশকের বিভীষিকাময় স্মৃতি যেন ফিরে আসছে কাশ্মীরে বসাবসরত পণ্ডিতদের জীবনে। আর তার দায় ফারুক আবদুল্লা চাপালেন বিবেকের সিনেমার উপরই। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, কাশ্মীর ফাইলসের মতো সিনেমা বন্ধ করা উচিত। ফারুকের যুক্তি এই সিনেমা দেশে মুসলিমদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছিল। (আরও পড়ুন: কংগ্রেসের ‘মাথা ব্যথা’র কারণ রাহুল! সোনিয়া পুত্রের মন্তব্যে ‘কঠ🤪িন’ ২৪-এর পথ)