ঝাড়খণ্ডে কার রাজ? তা নিয়ে ধন্দে থাকল এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষাও। কয়েকটি বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হল যে ঝাড়খণ্ডে ক্ষমতা দখল করবে বিজেপি, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন𝓀 (আজসু)-সহ এনডিএ জোট। কয়েকটি এক্সিট পোলে আবার ক্ষমতা দখলের লড়াইয়ে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা, কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে এগিয়ে রাখা হল। এমনকী কোনও-কোনও এক্সিট পোলে তো ইঙ্গিত দেওয়া হল যে ৮১টি আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ৪১-র ম্যাজিক ফিগার পারের কিছু কাছাকাছি থাকবে চূড়ান্ত আসন সংখ্যাটা। সেক্ষেত্রে ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এবার কার জয়ধ্বজা উড়বে? কী বলছে এক্সিট পোল?
১) ম্যাট্রিজের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি, আজসু-সহ এনডিএ জো🐷টের ঝুলিতে ৪২-৪৭টি আসন যেতে পারে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস-সহ ইন্ডিয়ো জোট ২৫-৩০টি আসনেই আটকে থাকবে। অন্যান্যরা একটি থেকে চারটি আসন জিতবে।
২) পি মা⛄র্কের সমীক্ষা ༺অনুযায়ী, ইন্ডিয়া জোট জিততে পারে ৩৭-৪৭টি আসনে। এনডিএ জোট ৩১-৪০টি আসনে জিততে পারে। অন্যান্যদের ঝুলি ফাঁকা থাকবে।
৩) অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুযায়ী, ইন্ডিয়া জোটের ঝুলিতে ৫৩টি আসন যেতে পারে। ২৫টি আসন জিততে পারে এনডিএ জোট। অন্যানারা তিনটি🍌 আসনে জিততে পারে।
৪) টাইমস নাও ও জেভিসির সমীক🐲্ষা অনুযায়ী, ঝাড়খণ্ডে ৪০-৪৪টি আসন পেতে পারে বিজেপি জোট। ইন্ডিয়া জোট ৩০-৪০টি আসন পেতে পারে। অন্যান্যদের ♌ঝুলিতে যেতে পারে একটি আসন।
৫) পিপলস পালসের এক্সিট পোল অনুযায়ী, ৪২-৪৮টি আসনে জিততে পারে বিজেপি। ১৬-২৩টি আসনে জিতꦡতে পারে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। আটটি থেকে ১৪টি আসনে কংগ্রেস জিততে পারে। দুটি থেকে পাঁচটি আসনে জিততে পারে আজসু।
আরও পড়ুন: Maharashtra Exit Poll Results 2024: মহা🐟রাষ্ট্রে পদ্ম থাকছেই, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়, ২০১৯ সালে ভোটের ফলাফল মিলেছিল?
২০১৯ সালে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল
পাঁচ বছর আগে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ইউপিএ (ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা, কংগ্রেস এবং আর൩জেডি জোট) জোট পেয়েছিল ৪৭টি আসন। ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা এককভাবে ৩০টি আসনে জিতেছিল। কংগ্রেস জিতেছিল ১৬টি আসনে। আরজেডি একটি আসনে জিতেছিল। অন্যদিকে, বিজেপির ঝুলিতে ২৫টি আসন গিয়েছিল। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (আজসু) জিতেছিল দুটি আসনে।
আরও পড়ুন: Central Govt Jobs: ৫৭,২০৮ পদে নিয়োগের পরীক্ষা কোন তারিখে? সূচি প্রকাশ SSC-র, কবে ক🃏বে? রইল তালিকা
বুথফেরত সমীক্ষার ফলাফল মিলেছিল ২০১৯ সালে?
১) ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের এক্সিট পোল🍸ে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ইউপিএ জোট ৪৩টি আসনে জিততে পারে। আর বিজেপি জিততে পারে ২৭টি আসনে।