🐭 জিয়ো হটস্টার চালু হয়ে গেল। জিয়ো সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার মিশে গিয়ে আনুষ্ঠানিকভাবে জিয়ো হটস্টার চালু করা হয়েছে। যে স্ট্রিমিং প্ল্যাটফর্মে মিলিতভাবে জিয়ো সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টারের বিভিন্ন 'কনটেন্ট' দেখতে পারবেন। আর নয়া প্ল্যাটফর্মে প্রাথমিকভাবে তিনটি আলাদা-আলাদা প্ল্যান চালু করা হয়েছে - মোবাইল প্ল্যান, সুপার প্ল্যান এবং প্রিমিয়াম প্ল্যান। আর প্রতিটি প্ল্যানের অধীনে দুটি রিচার্জ প্যাক আছে। তিন মাসের রিচার্জ প্যাক রয়েছে। সঙ্গে এক বছরের রিচার্জ প্যাক থাকছে। একমাত্র প্রিমিয়াম প্ল্যানের অধীনে বাড়তি হিসেবে এক মাসের রিচার্জ প্যাক আছে। অর্থাৎ প্রাথমিকভাবে মোট সাতটি রিচার্জ প্যাক থাকছে।
জিয়ো হটস্টারের মোবাইল প্ল্যান
🌞১) ৩ মাসের প্ল্যানের খরচ ১৪৯ টাকা। ১ বছরের প্ল্যানের খরচ পড়বে ৪৯৯ টাকা।
🤪২) একই সময় ১ টি মোবাইল ফোন থেকে ‘কনটেন্ট’ দেখা যাবে। অর্থাৎ কোনও একটি ফোনে জিয়ো হটস্টার চালু থাকলে অন্য কোথাও খোলা যাবে না।
🎉৩) প্রথম ৩ মাসের প্ল্যানের ক্ষেত্রে ডিসকাউন্ট পাওয়া গেলেও পরবর্তী রিচার্জ প্ল্যানের জন্য ১৪৯ টাকা লাগবে (তিন মাসের জন্য)।
জিয়ো হটস্টারের সুপার প্ল্যান
ꦦ১) ৩ মাসের প্ল্যানের খরচ ২৯৯ টাকা। ১ বছরের প্ল্যানের দাম হচ্ছে ৮৯৯ টাকা।
🌳২) একই সময় ২টি ডিভাইস থেকে দেখা যাবে (মোবাইল, ওয়েব এবং লিভিং রুম ডিভাইস)।
জিয়ো হটস্টারের প্রিমিয়াম প্ল্যান
ꦐ১) ১ মাসের প্ল্যানের খরচ পড়বে ২৯৯ টাকা (শুধুমাত্র ওয়েব ব্রাউজার দিয়ে কিনতে হবে)। ৩ মাসের প্ল্যানের জন্য লাগবে ৪৯৯ টাকা। ১ বছরের প্ল্যানের খরচ পড়বে ১,৪৯৯ টাকা।
🦹২) মোবাইল, ওয়েব এবং লিভিং রুম ডিভাইসে জিয়ো হটস্টার দেখা যাবে।
💃৩) একই সময় ৪টি ডিভাইস থেকে জিয়ো হটস্টার দেখা যাবে।
🤪৪) লাইভ ছাড়া অন্যান্য যে কোনও ক্ষেত্রে বিজ্ঞাপন দেখানো হবে না।
জিয়ো হটস্টারের বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যানের নিয়ম
🎶১) সমস্ত সাবস্ক্রিপশন প্ল্যান নন-রিফান্ডেবেল। অর্থাৎ একবার রিচার্জ হয়ে গেলে টাকা ফেরত মিলবে না।
🔯২) জিয়ো হটস্টারের যে লাইব্রেরি আছে, সেটা শুধুমাত্র ব্যবহার করা যাবে সুপার প্ল্যান বা প্রিমিয়াম প্ল্যানে। তবে ওয়েব ব্রাউজার থেকে বিনামূল্যে স্পোর্টস ক্লিপ, হাইলাইটস এবং কনটেন্টের ট্রেলার দেখতে পারবেন।
🧸৩) স্মার্ট টিভি, কানেক্টেড টিভি এবং ডেস্কটপে দেখার বিকল্প আপডেট করেছে জিয়ো হটস্টার।