কেন্দ্রশাসিত অঞ্চল নয়, রাজ্যের মর্যাদা পেতে চায় লাদাখ। এই দাবিতেই বিগত বেশ কয়েকদিন ধরে লাদা🔯খিরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন। এই আবহে নতুন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করা হল লাদাখে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্রকে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিয়োগ করা হল। তিনি আগে অরুণাচলের রাজ্যপাল ছিলেন। এদিকে লাদাখের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর রাধাকৃষ্ণ মাথুর গতকালই চুপিসারে লাদাখে নিজের কর্মচারীদের থেকে বিদায় নেন বলে জানা 🃏যায়। এদিকে প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নরকে কেন্দ্রীয় সরকার পদত্যাগ করতে বলে নাকি তিনি স্বেচ্ছায় পদ ছেড়েছেন তা স্পষ্ট নয়। তবে অভিযোগ, নিজের মেয়াদকালে লেহতে থাকার বদলে অধিকাংশ সময়ই দিল্লিতে থাকতেন। এই আবহে লাদাখের রাজভবনে এই বদল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ সম্প্রতি লাদাখি প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে প্রতিবাদে নেমেছিলেন সমাজসেবক এবং বিজ্ঞানী সোনম ওয়াংচুকও। এই পরিস্থিতি অবসরপ্রাপ্ত সেনা আধিকারিককে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর করে পরিস্থিতি সামাল দেওয়া যায় কিনা, সেদিকেই নজর সবার।
এদিকে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসাবে রমেশ বইসকে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারিকে সেই পদ থেকে 'অব্যাহতি' দেন রাষ্ট্রপতি। সম্প্রতিই কোশিয়ারি কেন্দ্রীয় ম💙ন্ত্রী গড়করির সঙ্গে শিবাজির🐓 তুলনা টেনে বিতর্কিত মন্তব্য করে শিণ্ডে শিবিরের তোপের মুখে পড়েছিলেন। তারও আগে মারাঠিদের নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন। বলেছিলেন, 'গুজরাটি এবং রাজস্থানিরা চলে গেলে মুম্বই আর দেশের বাণিজ্যিক রাজধানী থাকবে না।' পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। এই আবহে অবশেষে তাঁকে মহারাষ্ট্রের রাজ্যপালের পদ থেকে সরানো হল। এদিকে তাঁর বদলে এই পদে আসা রমেশ বইস এতদিন ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন।
এছাড়๊া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কৈবল্য ত্রিভিক্রাম পরনায়ককে অরুণাচল প্রদেশের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। গুল🧜াবচন্দ কাতারিয়াকে নিয়োগ করা অসমের রাজ্যপাল হিসাবে। শ্রী লক্ষ্ণণ প্রসাদ আচার্যকে সিকিমের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। শিব প্রতাপ শুক্লাকে নিয়োগ করা হল হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসাবে। সিপি রাধাকৃষ্ণাণকে নিয়োগ করা হল ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে। বিশ্বভূষণ হরিচন্দনকে ছত্তিশগড়ের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। তিনি এতদিন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ছিলেন। এদিকে ছত্তিশগড়ের রাজ্যপাল সুশ্রী অনুসুইয়া উইকিয়েকে মণিপুরের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। মণিপুরের রাজ্যপাল শ্রী লা গণেশনকে নাগাল্যান্ডের রাজ্যপাল করা হল। তিনি মাঝে কিছুদিন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল ছিলেন। বিহারের রাজ্যপাল ফাগু চৌহানকে মেঘালয়ের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। হিমাচল প্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে নিয়োগ করা হল বিহারের রাজ্যপাল হিসাবে।