নবান্ন-রাজভবন সংঘাত, ডিএ আন্দোলন সহ একাধিক ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহে দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রাজভবন থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছেন প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী। তবে সেই ইস্যুতে সংঘাত এখনও জারি রয়েছে। জানা গিয়েছে, অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এদিকে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতাকে চিঠিও দিয়েছ♌েন রাজ্যপಞাল। এদিকে ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনের ঝাঁঝ বেড়েছে। ত্রিপুরায় আজ অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচন। দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
16 Feb 2023, 04:28 PM IST
'সুস্থ ডিএ আন্দোলনকারীকে ভরতি নিতে চায়নি SSKM'
শহিদ মিনারের পাদদেশে অনশন চলাকলীন অসুস্থ হয়ে পড়লেন সরকারি কর্মচারী যৌথমঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ। দ্রুত তাঁকে 🐠এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে নিয়🐈ে যাওয়া হয়। অন্দোলকারীদের অভিযোগ, এসএসকেএম তাঁকে ভরতি নিতে চায়নি।
বৃহস্পতিবার মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন। নাম না করে🍸 মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে জানান, শুধু এটা পেলাম, ওটা দাও বললে হয় না। টাকার জোগাড়ও হওয়া চাই। কিন্তু কেন্দ্র টাকাই দেয় না। তিনি বলেন, ‘প্রত্যেক জাতির নিজের নিজের সমস্যা আছে। সেগুলির সমাধানও করতে হবে। কিন্তু আমরা তো জাদুকর নই। টাকাটাও জোগাড় করতে হবে। অনেকে বলেন, এটা পেলাম, ওটা দাও। আরে যেটা পেলে, সেটাকেও ধরে রাখতে হবে। সেটা কোথা থেকে জোগাড় হবে? কেন্দ্র টাকা দিচ্ছে না। বঞ্চনা করছে আর মিথ্যে কথা বলছে। বলছে, আধার লিঙ্ক না থাকলে ১০০ দিনের কাজে টাকা দেবে না। বিজেপি নেতাদের কথায় কেন্দ্র আমাদের কোনও টাকা দিচ্ছে না।’
16 Feb 2023, 01:33 PM IST
জারি বিবিসি অফিসে আয়কর দফতরের সার্ভে
আজও জারি ভারতের বিবিসি অফিসে আয়কর বিভাগের সার্ভে। জানা 🍃গিয়েছে, বিবিসির কমপক্ষে ১০ জন শীর্ষ আধিকারিক এখনও অফিসেই আছেন। সার্ভে শুরুর থেকেই তারা সেখানে আছেন।
16 Feb 2023, 01:28 PM IST
মহার্ঘ ভাতা চেয়ে পদত্যাগ তৃণমূলের শিক্ষা সেলের ১৪ শিক্ষকের
মহার্ঘ ভাতা চেয়ে পদত্যাগ তৃণমূলের শিক্ষা সেলে। আজ শিলিগুড়♉🧸িতে একযোগে শিক্ষা সেল থেকে পদত্যাগ করলেন ১৪ জন শিক্ষক।
16 Feb 2023, 12:35 PM IST
যশোর রোড সম্প্রসারণের জন্য কাটা যাবে তিনশতাধিক গাছ
যꩵশোর রোডের বারাসত থেকে বনগাঁ পর্যন্ত অংশে ৩০৫টি শতাব্দীপ্রাচীন গাছ কাটার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০🌄১৮ সালে গাছ কাটায় স্থগিতাদেশ দিয়েছিল আদালত। বুধবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আদালত জানিয়েছে, ৩০৬টি গাছ কাটার আগে ১৫০০টি গাছ লাগাতে হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে।
16 Feb 2023, 11:25 AM IST
প্রয়াত হলেন হাওড়ার শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি
প্রয়াত হলেন হাও🐻ড়ার শিবপুরের প্রাক্তন বিধায়ক জটুꦓ লাহিড়ি। বৃহস্পতিবার সকালে শিবপুরের অম্বিকা কুণ্ডু বাই লেনে নিজের বাড়িতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭।
16 Feb 2023, 11:14 AM IST
‘ভারতকে খাটো করার চেষ্টা চলছে’, বিবিসি বিতর্কের মাঝে বললেন ধনখড়
বিকৃত তথ্য থেকে 'বাঁচতে' সবাইকে সতর্ক করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বিবিসি তথ্যচিত্র নিয়ে বিতর্কের মাঝেই ধনখড়ের অভিযোগ, ভুয়ো তথ্য সম্প্রচারিতᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ করে ভারকে বিশ্বমঞ্চে খাটো করে দেখানোর চেষ্টা চলছে।
16 Feb 2023, 10:45 AM IST
ডিএ নিয়ে আন্দোলন করায় অফিসে ঢুকতে দেওয়া হল না জয়েন্ট BDO-কে
ডিএ নিয়ে🌃 আন্দোলন করার জেরে অ𓆏ফিসে ঢুকতে না দেওয়ার অভিযোগ জয়েন্ট বিডিও-কে। অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার ব্লক অফিসে।
16 Feb 2023, 10:32 AM IST
ত্রিপুরা ভোটে বিক্ষিপ্ত অশান্তি
নির্বাচন কমি🧸শনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৩.২৩ শতাংশ ভোট পড়েছে ত্রিপুরা🦂র সব আসনে। সেখানে একাধিক জায়গায় বিজেপির বিরুদ্ধে ভোটারদের আটকানোর অভিযোগ উঠেছে। যদিও বিজেপি পালটা বাম-কংগ্রেস জোটের ঘাড়ে অশান্তির অভিযোগ করেছে।
16 Feb 2023, 10:27 AM IST
উত্তরাখণ্ড সীমান্তের বিমানবন্দর পরিচালনার দায়িত্ব বায়ুসেনার হাতে
উত্তরাখণ্ডে পিথোরাগড় সীমান্ত জেলায় নৈনি সাইনিতে অবস্থিত বিম♐ানবন্দরটি পরিচালনা করবে ভারতীয় বিমান বাহিনী। এ বিমানবন্দর থেকে একযোগে সামরিক ও বেসামরিক ফ্ল🔯াইট চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সেরাজ্যের মুখ্যসচিব।
16 Feb 2023, 10:09 AM IST
জ্বালানি রফতানির ওপর কমল উইন্ডফল ট্যাক্স
১৫ ফেব্রুয়ারি তারিখের একটি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী,🌊 ভারত অপরিশোধিত তেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েল এবং ডিজেলের রপ্তানির♍ উপর তার উইন্ডফল ট্যাক্স কমিয়েছে।
16 Feb 2023, 10:06 AM IST
ইউক্রেনের আকাশে রহস্যজনক উড়ন্ত বস্তু
এবার ক𝐆িয়েভের আকাশে উড়ন্ত বস্তু। রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচর বেলুন ব্যবহার করার অভিযোহ উঠেছে।
16 Feb 2023, 09:43 AM IST
২০ ও ২১ ফেব্রুয়ারিতে পূর্ণদিবস কর্ম বিরতির ঘোষণা
বকেয়া ডিএ-র দাবিতে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি ꦇরাজ্যের সব সরকারি অফিসগুলিতে পূর্ণদিবস কর্ম বিরতির ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ।
16 Feb 2023, 09:43 AM IST
মুখ্যসচিবের সঙ্গে নন্দিনীকে নিয়ে কথা হয় রাজ্যপালের
মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাজ্যের মুখ্যসচিব ♒হরিকৃষ্ণ দ্বিবেদীর মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়, সেখানে নন্দিনী চক্রবর্তীকে নিয়েও আলোচনা হয় বলে খবর সূত্রের। তারপরই বুধবার তাঁকে সরানোর কথা জানানো হয় রাজভবনের তরফে।
16 Feb 2023, 09:43 AM IST
কে এই নন্দিনী চক্রবর্তী?
১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী। রাজ্যের একাধিক দফতরের সচিব পদ সামলানোর অভিজ্ঞতা রয়েছে নন্দিনীর। লা গণেশন যখন বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন, তখনই রাজভবনের সচিব পদের দায়িত্ব গিয়েছিল তাঁর ক☂াঁধে। এবার যাচ্ছেন পর্যটন দফতরের দায়িত্ব সামলাতে।
16 Feb 2023, 09:43 AM IST
কী কারণে নন্দিনী-রাজ্যপাল সংঘাত?
জানা গিয়েছে, রাজ্যপালের বিভিন্ন 🦂বিষয়ে লেখার জন্য এক ব্যক্তি এসেছিলেন রাজভবনে। অভিযোগ, তাঁকে রাকেশ আস্থানা বলে প্রচার করেছিলেন নন্দিনী চক্রবর্তী। যে কারণে রাজ্যপাল ক্ষুব্ধ হন।✅
16 Feb 2023, 09:43 AM IST
মমতাকে চিঠি রাজ্যপালের
জানা গিয়ে𝓡ছে, রাজ্যপাল একটি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। তাত🌊ে অভিযোগ করার হয়েছে, প্রতিটি ক্ষেত্রে রাজভবন থেকে নবান্নকে দূরে রাখার চেষ্টা করেছেন নন্দিনী চক্রবর্তী। চিঠিতে লেখা হয়, রাজভবনে নিজের মতো করে প্রশাসন চালাচ্ছিলেন প্রধান সচিব।
16 Feb 2023, 09:43 AM IST
নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের
🐈এবার নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অভিযোগ, রাজভবন থেকেই ‘সমান্তরাল প্রশাসন’ চালাচ্ছিলেনꦰ নন্দিনী। অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী এই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।
গতকাল ইডির জেরার পর মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টাভাই সন্ধ্যায় সাংবাদিকদের স্পষ্ট জানালেন, তাঁর সঙ্গে যৌথ সম্পত্তি রয়েছে মমဣতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তথা কলকাতা পুরনিগমের ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়ের। এ খবর প্রকাশ্য়ে আসতেই নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে বাংলার রাজনৈতিক মহলেཧ।
16 Feb 2023, 09:43 AM IST
ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স
গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। বুধবার মধ্য রাতে শক্🍃তিশালী ভূমিকম্প অনুভূত হয় ফিলিপিন্সে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। এই শক্তিশালী ভূমিকম্পের পরই একাধিক আফটারশক অনুভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যাপক 🏅ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। তবে এখনও অবধি সুনামির সতর্কতা জারি করা হয়নি।
16 Feb 2023, 09:43 AM IST
ট্যাংরায় আয়কর হানা, মাছ ব্যবসায়ী অসুস্থ কাঁথিতে
গতকাল ট্যাংরায় মাছ ব্যবসায়ী মামরাজ আলির বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়েছিলেন। সূত্রের খবর, আয়কর হানার জেরে অসুস্থ হয়ে হা🧸সপাতালে ভর্তি হন মমরেজ। কাঁথি মহকুমা হাসপাতাসে ভর্তি করা হয়েছে তাঁকে। কলকাতা ওꦛ মেদিনীপুরে একাধিক বাড়ি রয়েছে এই মাছ ব্যবসায়ীর।
16 Feb 2023, 09:43 AM IST
প্রকাশ্যে আল কায়দার নতুন প্রধানের নাম
আল কায়দার নতুন প্রধান হয়েছে সায়েফ আল-আদেল। গত জুলাইয়ে আফগানিস্তানে ড্রোন হানায় জাওয়াহিরির মৃত্যু হয়েছিল। এই আবহে জঙ্গি সংগঠনের দায়িত্ব পড়েছে প๊শ্চিম এ𓃲শিয়ায় সক্রিয় জঙ্গি নেতা সাফের ঘাড়ে।