⛦ কারও হাতে ল্যাপটপ। কারও হাতে ডেস্কটপ, মনিটর। হুড়মুড় করে একটি কলসেন্টার থেকে বেরিয়ে আসছেন সবাই। কিন্তু কেন? আসলে পাকিস্তানের ইসলামাবাদে একটি ভুয়ো কল সেন্টারে চলছিল তল্লাশি অভিযান। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এবং গোয়েন্দা সংস্থাগুলির যৌথ অভিযানের মাঝে একদল স্থানীয় যুবক ঢুকে চিনের ওই কল সেন্টারে লুটতরাজ চালান বলে অভিযোগ। সেই ঘটনারই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।
✤সম্প্রতি ভুয়ো কলসেন্টারের হদিস পায় পাকিস্তানের ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি। সেই খবর পাওয়ার পর সোমবার ওই কলসেন্টারে তল্লাশি অভিযানে যায় তদন্তকারী সংস্থাটি। এফআইএ সূত্রে খবর, ইসলামাবাদের সেক্টর এফ-১১-এ ওই কলসেন্টারটি চালাচ্ছিলেন কয়েক জন চিনা নাগরিক। গোপন সূত্রে এফআইএ-র কাছে খবর আসে, ইসলামাবাদের একটি কলসেন্টার থেকে নানা রকম অবৈধ কাজকর্ম চলছে। এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন ওই কলসেন্টারের সামনে ভিড় করেন। এফআইএ আধিকারিকরা ওই কলসেন্টারে ঢোকার পর স্থানীয় মানুষজনও হুড়মুড় করে ঢুকে পড়েন। তারপরই জিনিসপত্র লুঠ শুরু হয়। সেই লুঠের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একজন। যেখানে দেখা যাচ্ছে, কলসেন্টার থেকে ল্যাপটপ, মনিটর, ডেস্কটপ নিয়ে বেরিয়ে আসছেন সবাই।এমনকি কী বোর্ডও ফেলে আসেনি। কেউ কেউ ওই কলসেন্টারের ফার্নিচারও নিয়ে যান।এদিকে এফআইএ সূত্রে খবর, ভুয়ো কলসেন্টার চালানোর ঘটনায় কয়েক জন বিদেশি-সহ ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
𝕴অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখে অবাক নেটিজেনরা। ওই ভিডিওর ক্যাপশানে লেখা হয়েছে, 'ইসলামাবাদে চিনাদের দ্বারা পরিচালিত একটি কলসেন্টার লুট করল পাকিস্তানিরা। শ খানেক ল্যাপটপ, অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র, আসবাব চুরি গিয়েছে। রমজান মাসের মধ্যেই এই কাণ্ড ঘটল।' কমেন্টবক্সে এক নেটিজেন লিখেছেন, 'পাকিস্তানই একমাত্র দেশ যেখানে ব্যবসা করা ক্রিপ্টোতে বিনিয়োগের চেয়েও ঝুঁকিপূর্ণ।' এক ভারতীয় নেটিজেন মন্তব্য করেছেন, 'চিন লুট করেছে গোটা পাকিস্তানকে। পাকিস্তানিরা কিছু চিনা কম্পিউটার এবং প্রিন্টার লুট করেছে।'
🐷অবশ্য পাকিস্তানে এমন লুঠের ঘটনা নতুন নয় বলেও অনেকে বলছেন। গত বছরের সেপ্টেম্বরে করাচিতে একটি শপিং মলে কয়েকশো লোকজন ঢুকে অবাধে লুটপাট চালানোর অভিযোগ ওঠে।সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও সিরিয়ায় গণ-অভ্যত্থানের পরেও দেখা গিয়েছে গণ লুটপাটের দৃশ্য।