২০২০ সালে যখন মহামারীর মাঝে নিজের ফ্ল্যাট থেকেই রহস্যজনক অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের দেহ তখন তাতে নাম জড়িয়ে যায় তাঁর ত🅷ৎকালীন এবং শেষ প্রেমিকা রিয়া চক্রবর্তীর। অনেকে সেই বঙ্গ তনয়াকে ডাইনি তকমাও দেন। কাট টু ২০২৫। এই কেসে ‘ক্লিনচিট’ পেয়েছেন অভিনেত্রী। তারপর এদিন কোথায় গিয়ে পুজো দিলেন বাড়ির সঙ্গে?
কোথায় পুজো দিলেন রিয়া?
এদিন মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তাঁর সঙ্গে ছি♉লেন তাঁর ভাই 🦄শৌভিক চক্রবর্তীও যাঁর নামও কিনা এই কেসে জড়ানো হয়েছিল। এছাড়া এদিন তাঁদের সঙ্গে ছিলেন তাঁদের বাবাও। তিনজন মিলে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেন। রিয়াকে এদিন একেবারেই নো মেকআপ লুকে দেখা গেল। পরেছিলেন সাদা সুতির কুর্তি।
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো এই কেসে যে তিনি যুক্ত ছিলেন না অভিনেতা আত্মহত্যাই করেছিলেন সেটা সিবিআই রিপোর্ট এবং AIIMS এর চিকিৎসকরা রিপোর্টে জানিয়েছেন। তারপর এই প্রসঙ্গে মুখ খোলেননি রিয়া। তবে তাঁর ভাই একটি ভিডিয়ো শেয়ার করেন যেখানে লেখা 'সত্যমেব জয়তে।' অন্যদিকে র𒁃িয়ার আইনজীবী মুখ খুলেছেন গোটা প্রসঙ্গে।
রিয়ার আইনজীবী বলেন, 'সোশ্যাল♉ মিডিয়ায় ওঁর (রিয়ার) নামে যে ভাবে ভুল তথ্য ছড়ানো হয়েছে কী আর বলি! ওই সময় মহামারীর জন্য সকলেই টিভি দেখত, সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছিল। ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য রিয়া চক্রবর্তীকে অবর্ণনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কোনও দোষ না করেও তাঁকে ২৭ দিন জেলে কাটাতে হয়েছে। আমি ওকে স্যালুট জানাই যে উনি এবং ওঁর পরিবার এত কিছুর পরও চুপ থেকেছেন।'
আরও পড়ুন: সুরের জাদু নয়, নাচের তাল♏ে কন♔সার্ট জমালেন অরিজিৎ! ভাঙরা নাচলেন শাহরুখের কোন গানে?
প্রসঙ্গত ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ে নিজের ফ্ল্যাট থেকে🦹ই উদ্ধার করা হয় অ♏ভিনেতার দেহ। ৩৪ বছর বয়সে তাঁর এই রহস্যমৃত্যু ঘিরে সেই সময় বিস্তর জলঘোলা চলেছে। বিহার পুলিশের থেকে এই কেস নিয়ে নেয় সিবিআই।