পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত গুরুতর। একদিকে গাজায় ইজরায়েলের হামলা জারি আছে। অপরদিকে ইরানের সঙ্গে নতুন করে সংঘাত তৈরি হয়েছে ইজরায়েলের। এই সবের মাঝেই গাজার প্রতি সমর্থন দেখাতে লোহিত সাগর বা আরব সাগরে পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইরানের সাহায্যপ্রাপ্ত হুথি জঙ্গি গোষ্ঠী। আর এই সব হামলার জেরে ভারতগামী বহু পণ্যবাহী জাহাজ সাম্প্রতিককালে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকী এই ক'দিন আগেই ভারতের ১৭ নাবিক সহ একটি পণ্যবাহী জাহাজকে আঠক করেছে ইরান। এই পরিস্থিতিতে কি ভারতের বাণিজ্যের ওপর প্রভাব পড়বে? এই প্রশ্ন এখন ঘুরঘুর করছে দেশের বাণিজ্য মহলে। আর এই প্রশ্নের মুখে পড়েই কেন্দ্রীয় সরকারের বাণিজ্য সচিব সুনীল বার্থওয়ালের সোজা জবাব, 'আঞ্চলিক সংঘাতের সঙ্গে আমরা অভ্যস্ত। এটা অবশ্য সত্যি যে সংঘাতের আবহ না থাকলে আমাদের পণ্যের রফতানি আরও বাড়ত।' (আরও পড়ুন: এবার ভোট প্রচারে মমতার মুখে 'ডিএ বাণ♒ী', রাজ্য সরকারি কর্মীদের দিলেন কোন বার্তা?)
আরও পড়ুন: ভারতই মেরেছে সরবজিতের 🅘হত্যাকারী ডনকে, 'প্যাটার্ন' তুলে ধরে দাবি পꦍাকিস্তানের
আরও পড়ুন: 'ধর্মের নাওমে ভোট…',নির্বাচনী লড়াই থেকে মোদীকে নিষিদ্ধ করার দাবিতে আবেদন আদালতে
এদিকে এই সংঘাতের আবহে যাতে ভারতের বাণিজ্যে নেতিবাচক প্রভাব না পড়ে, তার জন্যে রফতানিতে বৈচিত্র্য বৃদ্ধি করা হচ্ছে বলে জানান সুনীল। এদিকে সরকারের তরফ থেকে উদ্বেগের কোনও বার্তা না দেওয়া হলেও ভিন্নি সুর বাণিজ্য মহলের গলায়। দাবি করা হচ্ছে, এই সংঘাতের আবহে পণ্য পরিবহণের খরচ বেড়ে যাচ্ছে। বিমা করানো কঠিন হয়ে পড়ছে। এই আবহে শীঘ্রই লোহিত সাগরের এই সমস্যার সমাধানের আশা করছে বাণিজ্য মহলে। এদিকে বিগত কয়েক মাস ধরে লোহিত সাগরের পরিস্থিতি সামাল দিতে এই অঞ্চলে ভারতের বেশ কিছু রণতরী মোতায়েন করা হয়েছে। (আরও পড়ুন: লজ্জার ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প, ফৌজদারি মꦉামলায় হ🙈াজির হলেন আদালতে)
আরও পড়ুন: বন্দে ভারত✤ স্লিপার ট্রেনে বাংলার 'ছোঁয়া', ২৭০ কোটির বরাত পেল কলকাতার সংস্থা
প্রসঙ্গত, গতবছর গাজা ভূখণ্ডে ইজরায়েল হামলা চালানোর পর থেকেই পশ্চিম এশিয়ার উপকূলে বিভিন্ন পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে হামলা চলেছে ইরান এবং হুথি জঙ্গি গোষ্ঠীর তরফ থেকে। এরই মাঝে সম্প্রতি ইরান এবং ইজরায়েলের মধ্যে সম্পর্ক একদমই তলানিতে গিয়ে ঠেকে। এই আবহে ইজরায়েলে হামলাও চালায় তেহরান। তার আগে পর্তুগালের পতাকাবাহী এক জাহাজকে সংযুক্ত আরব আমিরশাহির উপকূল থেকে আটক করে ইরান। সেই জাহাজের ২৫ জ ক্রু সদস্যের মধ্যে ১৭ জনই ছিলেন ভারতীয়। এই আবহে বর্তমানে এই ১৭ জন ভারতীয় নাবিক আটক আছে🌞ন ইরানে। ইরান-ইজরায়েল সংঘাতের আবহে ইরানি বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথ বলার সময় সেই ১৭ জনের খোঁজ করলেন এস জয়শঙ্কর। এই আবহে ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান জানান, শীঘ্রই ভারতের কূটনীতিকরা আটক ভারতীয় নাবিকদের সঙ্গে দেখা করতে পারবেন। ফোনে কতা বলার সময় সামরিক সংঘাত কমিয়ে কূটনৈতিক আলোচনার ওপরে জোর দেওয়ার বার্তা দিয়েছিলেন জয়শঙ্কর।