হরদীপ সিং নিজ্জরকে 'খুনের' ছকের বিষয়ে জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সেই ছকের বিষয়ে জানতেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও? কানাডার মিডিয়ার বিতর্ক🔯িত রিপোর্টকে খারিজ করে দিল জাস্টিন ট্রুডো সরকারই। কানাডার প্রধানমন্ত্রীর জাতীয় সুরক্ষা এবং গোয়েন্দা বিষয়ক উপদেষ্টা নাতালি দি ড্রুইন বলেছেন, ‘কানাডা সরকার বলেনি বা (কানাডা সরকারের হাতে) এমন কোনও প্রমাণ নেই, যা কানাডার মধ্যেই কোনও গুরুতর অপরাধমূলক কাজের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী, মন্ত্রী জয়শংকর বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভালের যোগ খুঁজে পেয়েছে। সেই বিষয়টি নিয়ে ⛦কোনওরকম মন্তব্য করা হলে সেটা পুরোপুরি গুজব এবং ভুল।’
ভারতের কঠোর মন্তব্যের পরই সাফাই কানাডার
কানাডার প্রধানমন্ত্রীর জাতীয় সুরক্ষা এবং গোয়েন্দা বিষয়ক উপদেষ্টা সেই মন্তব্য করেছেন ভারতের কড়া প্রতিক্রিয়𝄹ার পরে। কোনও নাম উল্লেখ না করেই জাতীয় নিরাপত্তা বিষয়ক এক আধিকারিকের সূত্র উদ্ধৃত করে কানাডার একটি মিডিয়া রিপোর্টে যে দাবি করা হয়েছিল, তা খারিজ করে দেয় নয়াদ🃏িল্লি। ওই রিপোর্টে দাবি করা হয়েছিল, খলিস্তানি জঙ্গি নিজ্জরকে হত্যার যে ছক করা হয়েছিল, তা জানতেন মোদী, জয়শংকর এবং ডোভাল।
হাস্যকর মন্তব্য, চরম উষ্মাপ্রকাশ দিল্লির
সেই রিপোর্টের প্রেক্ষিতে 💛ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'আমরা সাধারণত মিডিয়া রিপোর্ট নিয়ে কোনও কথা বলি না। কিন্তু ইচ্ছাকৃতভাবে কানাডার সরকারের এক সূত্র একটি সংবাদপত্রের কাছে যে এরকম হাস্যকর মন্তব্য করেছেন, তা অত্যন্ত অবজ্ঞার সঙ্গে খারিজ করে দেওয়া উচিত।' সেইসঙ্গে তিনি জানিয়েছেন, এমনিতেই ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ধাক্কা খেয়েছে। এরকম মিডিয়া রিপোর্টে সেটা আরও খারাপ হবে।
ভারত ও কানাডার সম্পর্কে টানাপোড়েন
গত কয়েক মাস ধরে ভারত এবং কানাডার দ্বিপাক্ষ🌞িক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। ২০২৩ সালের জুনে খলিস্তানি জঙ্গি নিজ্জরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দু'দেশের মধ্যে সংঘাত শুরু হয়েছে। ভারত বারবার কানাডার অভিযোগ খারিজ করে জানিয়ে দিয়েছে যে নিজ্জরের🍎 খুনের ঘটনায় নয়াদিল্লির কোনও যোগ নেই। পুরোপুরি রাজনৈতিক কারণে কানাডা সেই অভিযোগ তুলছে বলেও স্পষ্ট করে দিয়েছে ভারত।
তারইমধ্যে কানাডার বিরোধী নেতা দাবি করেছিলেন যে নির্বাচনের আগে 𒊎বিভিন্ন বিষয় নিয়ে পাঁকে পড়ে গিয়েছেন ট্রুডো। আর সেখান থেকে নজর ঘোরানোর জন্য খলিস্তানি জঙ্গি নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে হইচই করছেন বলে দাবি করেছিলেন পিপলস পার্টি অফ কানাডার নেতা ম্যাক্সিম বের্নিয়ে। সেইসঙ্গে তিনি দাবি করেছিলেন যে নিজ্জরের মতো বিদেশি জঙ্গিকে বরণ করে দেশে থাকতে দিয়েছিল কানাডা। তাকে আগেই বের করে দেওয়া উচিত ছিল।