তন্ময় চট্টোপাধ্যায়
তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ইডির হেফাজত♐ে। একাধিক তৃণমূল নেতা সিবিআইয়ের রেডারে। তবে কি সেটিং করতে এবার দিল্লওি গেলেন বাংলার মুখ্যমন্ত্রী? এই প্রশ্নটাই এখন বঙ্গ রাজনীতির চর্চার বড় বিষয়।
বৃহস্পতিবার বিকালে ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিল্লি যান মুখ্যমন্ত্রী। সংসদে দলের রণকৌশল ঠিক করতে তিনি ꧒সাংসদদের নিয়ে বৈঠকে বসেন। ঝাড়খণ্ডের বিধায়কদের গ্রেফতার, বিজেপির বিরুদ্ধে লড়🦩াইয়ের প্রসঙ্গও ওঠে এই বৈঠকে।
শুক্রবা𒅌র বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে। এনিয়েই এবার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন বিরোধীরা। কংগ্রেস নেতা রিজু ঘোষাল বলেন, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকেই এই ম্যাচ ফিক্সিং চলছে। ইডি অভিষ𝔍েককে মাত্র দুবার জেরা করেছে। আর ইডি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে রোজ জেরা করে হয়রানি করছে। কংগ্রেসকে দুর্বল করতে টিএমসিকে শক্তিশালী করতে চাইছে বিজেপি।