শেয়ার প্রতি এক লাখ টাকা ছুঁয়ে ফেলল MRF! এই প্রথম কোনও ভারতীয় স্টক এই মাইলফলকে পৌঁছে গেল। মঙ্গলবার (১৩ জুন) BSE-তে শেয়ার প্রতি ৯৯,৫০০ টাকায় ওপেন হয় এই শেয়ার। সকালের ট্রেডিং সেশনেই এই শেয়ার ১,০০,৩০০ টাকার সর্বোচ্চ স্তরে ⭕পৌঁছে যায়। এটিই MRF-এর সর্বকালের সর্বোচ্চ শেয়ার দর।
গত এক বছরে এই শেয়ারে দুর্দান্ত উন্নতি হয়েছে। গত এক বছরে এটি প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। MRF-এর শেয়ার ১৭ জুন ২০২২-এ BSE-তে তার ৫২-সপ্তাহের সর্বনিম্ন, ৬৫,৯০০.০৫ টাকায় ছিল। ফলে সেই স্তর থেকে অনেকটাই বেড়ে গিয়েছে শেয়ার দর। প্রায় ৫০% । ফলে মাত্র এক বছর আগেই এই শেয়ারে বিনিয়োগ করে রাখলে ভালই রিটার্ন পেতেন। আরও পড়ুন: AI-এর দৌলতে রাতারাতি আমেরিকার 🌄পঞ্চম বৃহৎ সংস্থা, জানে🌠ন কী করে Nvidia
সংস্থার মার্চ ত্রৈমাসিকের ভাল পারফরম্যান্স এই শেয়ার বৃদ্ধির পিছনে মূল অনুঘটকের কাজ করেছে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে কাঁচমালের দামের পতনও অন্যতম কারণ। সাধারণত কোনও উত্পাদনকারী সংস্থার কাঁচামালের দাম কমলে মুনাফার সম্ভাবনা আরও বৃদ্ধি পায়। আর সেই সম্ভাবনার দিকে তাক🔯িয়েই সেই শেয়ারে টাকা ঢালতে থাকেন বিনিয়োগকারীরা।
২০২৩ সালের মার্চে শেষ হওয়া চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার কর-পরবর্তী মুনাফা (PAT) ছিল ৩১৩.৫৩ কোটি টাকা। এটি এর আগের বছরের একই ত্রৈমাসিকের তুলনায় প্রায় ৮৬ শতাংশ বেশি। গতবার এই এ🦂কই ত্রৈমাসিকে ১৬৮.৫৩ কোটি টাকা নিট মুনাফা হয়েছিল। FY23-এর চতুর্থ ত্রৈমাসিকে অপারেশনস থেকে কনসোলিডেট𒅌েড রেভেনিউ ছিল ৫,৮৪১.৭ কোটি টাকা। FY22-এর চতুর্থ ত্রৈমাসিকেই এটি ছিল ৫,৩০৪.৮ কোটি টাকা। অর্থাত্ আগের ত্রৈমাসিকের থেকে ১০.১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
Q4FY23-এ নেট খরচ ৫,৪১০.২৬ কো🍬টি টাকা ছিল। এদিকে Q4FY22- সেটি ꦑছিল ৫,১৪২.৭৯ কোটি টাকা। এই ত্রৈমাসিকে এমআরএফ-এর ইপিএস ৮০৩.২৬ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। যা কিনা এক বছর আগের ত্রৈমাসিকের তুলনায় দ্বিগুণেরও বেশি।
এমআরএফ-এর মূল বিষয়গুলি বেশ ভাল অবস্থানেই রয়েছে। বিশ্লেষকদের সুপারিশ অনুযায়ী, যে কেউ দীর্ঘ মেয়♏াদে এই শেয়ার কিনতে পারেন। তবে যেহেতু এই শেয়ারের দাম অনেকটাই, তাই সামর্থ্যের বিষয়টিও♍ রয়েছে। তবে এই শেয়ারের মুনাফার হিস্ট্রি নেহাত্ই উড়িয়ে দেওয়ার মতো নয়।
বিশ্লেষকরা বলছেন, MRF-এর ব্যালেন্স শিট বেশ ভাল অবস্থানে রয়েছে। রেভেনিউ স্ট্রিম বিভিন্ন সেগমেন্টে ভাগ করা। ফলে যাঁরা দীর্ঘমেয়াদের জন্য স্টক কেনার পরিকল্পনা করছেন, তাঁরা এটি বিবেচনা করে দেখতে পারেন। আরও পড়ুন: Mankind 🐠Pharma-র শেয়ারে টার্গেট প্রাইস কমালো ব্রোকিং সংস্থা! কন্ডোমের বিক্রি কম?
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক