এক রাশিয়ান ব্যবসায়ী। তিনি মূলত সফটওয়ার ডেভেলপের কাজ করতেন। সিভিলিয়ানদের কাছ থেকে কীভাবে তথ্য চুরি করতে হয় সেই সংক্রান্ত সফটওয়ার তিনি তৈরি করতেন। সেই ব্যক্তির এবার রহস্যমৃত্যু। মৃতের নাম আন্তোন চেরেপেনিকভ। বয়স ৪꧟০। শনিবার তাকে মস্কোর অফিসে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। রাশিয়ান স্টেট মিডিয়া সূত্রে এমཧনটাই খবর।
একাধিক মিডিয়ার খবর অনুসারে জানা গিয়েছে, তার কোম্পানির নাম আইসিএস। রাশিয়ার ফেডেরাল সিকিউরিটি সার্ভিস নাগরিকদের  𒈔;অনলাইন কাজকর্মের উপর নজর রাখার জন্য এই এজেন্সি তৈরি হয়েছিল। মূলত সাধারণ মানুষের উপর আড়ি পাতার জন্য এই এজেন্সি তৈরি হয়েছিল । রাশিয়ার সংবাদপত্র নোভায়া গাজেটা সূত্রে এমনটাই খবর।
সেই সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, এই কোম্পানি মোটামুটি ২০১৮ সাল নাগাদ তৈরি হয়েছিল। মূলত রাশিয়ার সিকিউরিটি সার্ভিস নাগরিকদের উপর কতটা প্রভাব বিস্তার করছে সেটা দে♚খার জন্য এই এজেন্সি তৈরি হয়েছে।
এদিকে মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ভ্যাসিলি পোলনস্কি নামে🅠 এক স্বাধীন সাংবাদিক জানিয়েছেন, ওই ধনকুবেরের মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে সেটা পরিষ্কার নয়। 🐭এর পেছনে সরকারি কোনও কারণ রয়েছে বলে তিনি কার্যত বিশ্বাস করেন না।
সূত্রের খবর, ওꦛই ব্যক্তি মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হয়ে কাজ করতেন। রাশিয়ার সাধারণ নাগরিকরা কে কী কাজ করছেন তার উপর মূলত নজরদারির কাজ করা হত এই সফটওয়্যারের মাধ্য়মে। তারই রহস্যমৃত্যু হয়েছে মস্কোতে। তার বয়স ৪০ বছর। মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চর হিসাবে কাজ করতেন তিনি। তবে একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
পুতিনের সিকিউরিটি সার্ভিসের সঙ্গে যোগ ছিল ওই ব্যক্তির। তিনি রাষ্ট্রের অন্যতম হাই প্রোফাইল ব্যক্তি হয়ে উঠেছিলেন। দেশের সবথেকে বড় আইটি কোম্পানি চালাতেন তিনি। রাশিয়ার ফেড💯েরাল সিকিউরিটি সার্ভিস এই কোম্পানির সহায়তা নিতে𓆉ন। আর তার কর্ণধারের রহস্যমৃত্যু।