ত্রিদেশীয় সফরের প্রথম পর্বে নাইজেরিয়ায় গিয়ে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ১৭ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নাইজেরিয়া সফরে গেলেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে আফ্রিকার এই দেশে পৌঁছেছেন মোদী। গতকাল ভারতীয় প্রধানমন্ত্রীর বিমান আবুজায় পৌঁছতেই সেখানে তাঁকে আমন্ত্রণ জানাতে উপস্থিত ছলেন নাইজেরিয়ার ফেডারেল ক্যাপিটাল টেরিটরি মন্ত্রী নাইসম এজেনও উইক। উষ্ণ অভ্যর্থনা জানিয়ে মোদীকে আবুজার 'শহরের চাবি' উপহার দেন নাইসম। সেদেশের বিদেশ মন্ত্রকের তরফে প্রধানমন্ত্রীকে দেশে স্বাগত জানানোর ছবিও শেয়ার করা হয়। সেদেশের সরকারের তরফ থেকে জানানো হয়, নাইজেরিয়ার জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি যে আস্থা ও সম্মান দেখানো হয়েছে, এই চাবিকাঠিটি তারই প্রতীক। (আরও পড়ুন: 'বেলডাঙায় বাংলাদেশের কায়দায় হিন্দু নিধন চলছে', মমতাকে 🧸তোপ দেগে বিস্ফꦆোরক সুকান্ত)