কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ওড়িশাতেও। শহরের ও গ্রামীণ অর্থনীতির একেবারে দফারফা অবস্থা। টানা লকডাউনের জেরে অনেকেই ভয়াবহ সংকটের মধ্যে পড়েছেন । এবার সেই সংকটে পড়া বাসিন্দাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের নেতৃত্বে ওড়িশা সরকার। কৃষক, আদিবাসী, পড়ুয়াদের জন্য ১৬৯০ কোটির স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছে ওড়িশা সরকার। মূলত ভূমিহীন কৃষক, ১০০ দিনের কাজের প্রকল্পে নিয়োজিত শ্রমিক, আদিবাসী সম্প্রদায়, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের আর্থিকভাবে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। এই প্য়াকেজের আওতায় ১৭ লক্ষ ৮৯ হাজার ভূমিহীন কৃষক বিশেষ সহায়তামূলক প্যাকেজের আওতায় আসবেন। তাদের জন্য মাথাপিছু হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে। ১০০ দিনের কাজের প্রকল্পে নিয়োজিত শ্রমিকরা হাজিরা বাবদ অতিরিক্ত ৫০ টাকা করে পাবেন। রাজ্য খাদ্য সুরক্ষা স্কিমের আওতায় মাথাপিছু ৫ কেজি করে চাল তাঁরা বেশি পাবেন। জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত তারা এই সুবিধা পাবেন। একেবারে প্রান্তসীমায় থাকা ১৩টি আদিবাসী সম্প্রদায়কে আর্থিক সহায়তা দেওয়া হবে। এক্ষেত্রে পরিবারপিছু ৫ হাজার টাকা করে দেওয়া হবে। স্পেশাল স্কুলে ভর্তি হয়নি এমন বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য় ২০০ থেকে ৩৫০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রসঙ্গত এই মাসের প্রথম দিকে হকারদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৬ কোটি ২৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল।