নিটকাণ্ডে উত্তাল সংসদ। বিরোধীরা লোকসভায় নিট নিয়ে আলোচনার দাবিতে সরব হন। এই আবহে আজ সংসদ থেকে বিরোধীরা ওয়াকআউট করে যান। এরই মাঝে অন্য এক ইস্যুতে সরকার পক্ষ এবং ডিএমকে সাংসদের মধ্যে বচসা শুরু হয়। তখন সংসদীয় রুল বইয়ের ৩৫২ নং ধারার উল্লেখ করে সরকার পক্ষের বক্তব্যকে সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেন বিরোধী সাংসদ। আর বিরোধী সাংসদের সেই দাবির পরিপ্রেক্ষিতে স্পিকার ওম বিড়লা নিট ইস্যুকে টেনে আনেন। (আরও পড়ুন: সংরক্ষণের সীমা হোক ৫০ শতাংশে𒅌র বেশি, সংবিধান সংশোধনের𒁏 দাবি কংগ্রেসের)
আরও পড়ুন: ৭২০-তে ৭২০ প♈াওয়া ৬ জন দিয়েছি🌊লেন নিট রি-টেস্ট, এবারও কি ফুল মার্কস পেলেন তাঁরা?
এরই মাঝে সংসদে বিচারাধীন একটি ইস্যু নিয়ে সরকার পক্ষের বক্তব্যকে সংসদীয় কার্যবিবরণী থেকে সরানোর দাবি করেন ডিএমকে সাংসদ। এই আবহে সংসদের রুল বইয়ের ৩৫২ নং ধারার উল্লেখ করে পয়েন্ট অফ অর্ডার আনেন সেই ডিএমকে সাংসদ। উল্লেখ্য, এই বিধি অনুযায়ী, সংসদে বিচারাধীন কোনও ইস্যুতে কারও বিরুদ্ধে মন্তব্য করতে পারবেন না কোনও সাংসদ। এরপরই স্পিকার বলেন, 'তাহলে আপনারা সকলে সিদ্ধান্ত নিয়ে নিন যে রুল বইয়ের ৩৫২ নꦿং ধারা মেনে সংসদ চলবে... তাহলে তো নিট নিয়ে আলোচনা করা যায় না। কারণ মামলাটি আদালতে বিচারাধী♏ন।'
আরও পড়ুন: 'জোর ন্যায়ের ওপরে, দণ্ডের ওপরে নয়', নতুন ৩টি ফৌজদারি আইন নিয়ে বলল🔯েন অমিত শাহ
এর আগে অষ্টাদশ লোকসভার শুরুতে সংসদে ভাষণ দেওয়ার সময় নিট দুর্নীতির ইস্যুটির উল্লেখ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছিলেন, 'সম্প্রতি কয়েকটি পরীক্ষার পেপার ফাঁস হয়েছে কিছু রাজ্যে। আমার সরকার সেই সব ঘটনায় একটি সুষ্ঠু তদন্ত পরিচালনা করতে এবং দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এর আগে বিভিন্ন রাজ্যে পেপার ফাঁসের ঘটনা দেখেছি। দলীয় রাজনীতি থেকে উঠে 𓄧দেশব্যাপী এই নিয়ে শক্ত পদক্ষেপ নেওয়া দরকার। পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে সংসদও শক্ত আইন করেছে।' তিনি আরও যোগ করেন, সমস্ত সরকারি নিয়োগ এবং পরীক্ষায় স্বচ্ছতা আবশ্যক।
আরও পড়ুন: TNT-র থেকে ২.০১ গুণ শক্তিশালী বিস্ফোরক তৈরি ভারতের, সফল নৌসেনার পরীক্🍃ষা
এরপরে অবশ্য সংসদে নিট নিয়ে রাহুল গান্ধী নিজের বক্তব্য রাখতে গেলে তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করে কংগ্রেস। যদিও লোকসভার স্পিকার ওম বিড়লা এই বিষয়টি মানতে চাননি। স্পিকারের কথা শুনেই বিপুল শোরগোল ফেলে দেন বিরোধীরা। তবে ওম বিড়লা বলেন, আমার কাছে এমন কোꦏনও সুইচ নেই যে সেটা দিয়ে আমি মাইক্রোফোনটা বন্ধ করে দিতে পারি। এর আগেও এমনই সেটা আপ ছিল। মাইক্রোফোন বন্ধ করার কোনও মেকানিজম আমি জানি না। আর আজ ফের একবার নিট ইস্যুতে সংসদ উত্তাল হল। আর বিরোধীদের তোলা পয়েন্⛦ট অফ অর্ডারকে হাতিয়ার করেই নিট ইস্যু নিয়ে আলোচনার বিপক্ষে যুক্তি দিলেন স্পিকার ওম বিড়লা।