রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্🦹দ্র মোদীর মধ্যে সম্পর্ক ‘খুবই বিশ্বাসযোগ্য’। যারা ফলে দুই রাষ্ট্রনেতা বিভিন্ন বিষয় নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করে থাকনে। খুব শীঘ্রই তাঁরা দেখা করবেন, বলে মঙ্গলবার জানালেন ক্রেমলি𓂃নের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী মꦏোদীর মস্কো সফরের তারিখগুলি পরে ঘোষণা করা হবে, তবে এর প্রস্তুতি ইতিমধ্𝓡যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আঞ্চলিক ও বিশ্ব🍰 নিরাপত্তা, বাণিজ্য এবং অন্যান্য সব বিষয়েই তাঁরা আলোচনা করবেন। রাশিয়ার সরকারি সংবাদসংস্থা তাসকে পেসক🍸ভ এ খবর জানিয়েছেন।
আরও পড়ুন। মায়ানমারে ভয়াবহ অস্থিরতা, ভারতের সী💜মান্তের কাছে🍬 আসছে লড়াইয়ের আঁচ
দুই রাষ্ট্র নেতার মধ্যে কোন বিষয়ে আলোচনা হবে তা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা (রাশিয়া ও ভারত) যৌথভাবে একীকরণ প্রক্রিয়ায় অংশ নিই, তাই আঞ্চলিক বিষয়াদি, আঞ্চলিক নিরাপত্তা🌱 এবং বিশ্বের সুরক্ষা সর্বদা এজেন্ডার শীর্ষে থাকে। উপরন্তু, অবশ্যই, আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক আদানপ্রদান সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দু হয়।’
প্রধানমন্ত্রী মোদীর সফরকে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' আখ্যা দিয়ে ওই আধিকারিক বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গড়ে তুলতে মস্কো ও নয়াদিল্লির পারস্ꦜপরিক রাজনৈতিক সদিচ্ছা রয়েছে।