গণ্ডার চোরাশিকার রুখতে বড়সড় সাফল্য পেল বনদফতর ও পুলিশ। কুখ্যাত গণ্ডার চোর♈াশিকারি রিকোচ নারজারিকে তারা গ্রেফতার করেছে। উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে কুখ্যাত গণ্ডার চোরাশিকারি হিসেবেই পরিচিত নারজারি। দীর্ঘদিন ধরেই বন বিভাগ ও পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম রয়েছে এই চোরাশিকারির। অবশেষে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ ও বন বিভাগ।
আরও পড়ুনঃ আন্দামানের নির্জন দ্বীপে আটকে পড়েছিল ৬ চ💜োরাশিকারী,মিলল দেহ, খেতে না পেয়ে মৃত্যু
আধিকারিকরা জানিয়েছেন, ২০১৪ সাল থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানে একাধিক গণ্ডার শিকারের ঘটনার সঙ্গে হাত রয়েছে নারজারির। শুধু তাই নয়, আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্কের সঙ্গেও তার গভীর সংযোগ রয়েছে৷ আধিকারিকদের কথায়, নারজারি বর্তমান সময়ে সবচেয়ে বড় চোরাশিকারি। দীর্ঘদিন ধরেই তাকে গ্রেফতারে🥃র চেষ্টা চালানো হচ্ছে। জানা গিয়েছে, একাধিক নাꦺমে পরিচিত নারজারি। ডেভিড গুইট এবং দামরা নামেও এই চোরাশিকারি পরিচিত। মঙ্গলবার বাংলার বন বিভাগ অসমের বনবিভাগ ও অসম পুলিশের সহায়তায় তাকে কামরূপ জেলা থেকে গ্রেফতার করে। এরপর বুধবার তাকে ট্রানজিট রিমান্ডে বাংলায় আনা হয়।
বাংলার প্রধান বন সংরক্ষক দেবল রায় জানান, তাকে গ্রেফতারের ফলে পুরো চোরাচালান চক্রের পর্দা ফাঁস করা সম্ভব হবে। এবিষয়ে বন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমার জানান, চোরাশিকারিদের প্রতি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুরো💜 অভিযানটি চালানো হয়েছে।