পবন শর্মা
৩১ জুলাই দুপুর তিনটে পর্যন্ত হরিয়ানা পুলিশের কর্তারা ও হোম মিনিস্টার অনিল ভিজ নিজেও জানতেনই না যে নুহতে অত বড় দাঙ্গা শুরু হয়ে গিয়েছে। হোম মিনিস্টার অনিল ভিজ জানিয়েছেন, সেদিন দুপুর ৩টে পর্যন্ত আমি জানতামই না নুহতে কী হচ্ছে! কোনও পুলিশ আধিকারিক বা সর꧂কারি আধিকারিক এনিয়ে আমায় কিছু জানাননি। শুক্র๊বার সন্ধ্যায় সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, সবথেকে অবাক করা কথা হল সেদিন ৩টে নাগাদ একজন বেসরকারি লোক আমায় বলেন ওখানে ꦇগণ্ডগোল হচ্ছে। তবে কোনও সরকারি লোক আমায় বলেননি অত মানুষকে মন্দিরে আটকে রাখা হয়েছে। আমাকে বলা হয়েছিল উত্তেজিত জনতা এলাকায় ভাঙচুর করেছে। কিন্তু আমায় বলা হয়নি ধর্মীয় যাত্রার উপর দাঙ্গাকারীরা হামলা করেছে।
এদিকে🎶 সেদিন হরিয়ানায় নুহতে ভয়াবহ অশান্তি। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। অপর ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ🌌। অন্তত ৬জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার পর্যন্ত ১০২টি এফআইআর হয়েছে। ২০২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ভিজ বলেন, তিনটের সময় খবর পাওয়ার পরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করি। পালওয়ালের এসপির সঙ্গে কথা বলি। তাঁর কꩵাছেও খবর নেই। ডিজিপির সঙ্গে কথা বলি। তিনি বলেন, তিনি নুহতে যাচ্ছেন। কিন্তু ডিজিপি কি জানতেন? উত্তর দেননি মন্ত্রী।
তিনি বলেন , পুলিশ 🍨কর্তাদের সঙ্গে কথা বলার পরে মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা বলি। তারপর থেকে আমাদের মধ্য়ে একাধিকবার কথা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর অফিস কখন থেকে সক্রিয় হল? নীরব ছিলেন হোম মিনিস্টার। এসিএসকে ফোন করেছিলাম। তিনি বলেন বৈষ্ণোদেবীতে আছেন। তবে তাঁর কাছেও খবর নেই। বলেন মন্ত্রী।
এদিকে সিআইডির এক আধিকারিౠক দাবি করেছিলেন, তিনি আগেই এনিয়ে অফিসারদের সতর্ক করেছিলেন। তবে ভিজের দাবি, সিআইডি প্রধান হোম ডিপার্টমেন্টকে কিছু বলেননি।
তিনি বলেন, পুরো পূর্ব পরিকল্পিত হামলা। পাহাড়ের উপর থেকে পাথর ছোঁড়া হয়েছে। আমরা এর গভীর পর্যন্ত যাব। গুলিও চালানো হয়েছে। 🅰তবে নিরাপরাধ লোক যাতে শাস্তি না পান ✱সেটা দেখা হবে।