এবার কলমা পড়ার বার্তা শোনা গেল পাকিস্তানের মাদ্রাসায়। অপারেশন সিঁদুরের পর ভারত সরকারের ক্যাবিনেট মন্ত্রী কপিল শর্মা একটি ভিডিয়ো শেয়ার করেছেন তাঁর এক্স হ্যান্ডেলে। সেখানে একটি মাইকে এমন ঘোষণাই শোনা গেল। ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ৭ ভোর সাড়ে ছটা নাগাদ।
অপারেশন সিঁদুরে কলমা পড়়ার বার্তা
প্রসঙ্গত, ৭ মে বুধবার গভীর রাতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এই ঘাঁটিগুলির মধ্যে রয়েছে একদিকে লস্কর-ই-তৈবা ও অন্যদিকে জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনগুলির হেড কোয়ার্টার। এই ঘটনার অব্যবহিত পরেই ওই ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে বলে দাবি কপিল শর্মার। তিনি তাঁর এক্স পোস্টে লেখেন, পাকিস্তানের মাদ্রাসায় রাতে ঘর ছেড়ে পালনোর বার্তা দেওয়া হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে কলমা পড়ো। তাহলে জিহাদিদের আক্রমণদের হাত থেকে বেঁচে যাবে। পহেলগাঁও আক্রমণের কথা উল্লেখ করে ওই মাদ্রাসা ঘোষণা করে, কলমা পড়লে জিহাদিরা আর আক্রমণ করবে না।
আরও পড়ুন - অপারেশন সিঁদুরের পরই বিশেষ ক্যাবনেট বৈঠক ওমর আবদুল্লার, কী কী নিয়ে আলোচনা হল? যা দাবি রিপোর্টে
দেখুন ভাইরাল ভিডিয়ো
অপারেশন সিঁদুরে আক্রমণ হয়নি পাক নাগরিকের উপর
প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতের কথা না জেনেই ওই মাদ্রাসাটির তরফে এমন ঘোষণা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বুধবার মধ্যরাত ১ টা ৫ মিনিট থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত ২৫ মিনিট ধরে এই অপারেশন চলে। অপারেশন সিঁদুর শেষ হওয়ার অব্যবহিত পরেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়। তাতে জানানো হয়েছে, পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হলেও কোনও পাক সেনাকে আক্রমণ করা হয়নি। এমনকি পাক নাগরিকদেরও যাতে কোনও ক্ষতি না হয়, সেই সতর্কতা মানা হয়েছে বলে দাবি।
আরও পড়ুন - ‘লোকজন জানত যে কিছু একটা হবে’, ভারত পাকের জঙ্গি শিবির ধ্বংস করতেই বললেন ট্রাম্প
আরও পড়ুন - অপারেশন সিঁদুর কী? কেন এই নাম? কী জানিয়েছে সেনা
পহেলগাঁও হামলার বদলা অপারেশন সিঁদুর
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও উপত্যকায় ২৬ জন নিরীহ পর্যটককে শিকার হতে হয় নারকীয় জঙ্গি হামলার। ধর্মপরিচয় জেনে বেছে বেছে তাঁদের গুলি করে মারা হয়। মারা হয় শুধু পুরুষদের। স্বামীর মৃত্যুশয্যার সঙ্গী হতে চেয়েছিলেন অনেক স্ত্রী। কিন্তু তাদের গুলি করা হয়নি। বরং বলা হয়, মোদীকে গিয়ে বল! এবার তাদের হারিয়ে যাওয়া সিঁদুরের দামও উসুল করল ভারতীয় সেনা।