রাজস্থানের জয়পুরের সভা থেকে হিন্দু ও হিন্দুত্বের ফারাক নিয়ে মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমনকী হিন্দুত্ববাদীদের ছুঁড়ে ফেলে দিয়ে হিন্দুদের ফিরিয়ে আনা নিয়েও মন্তব্য করেছিলেন রাহুল। আর এনিয়েই এবার তীব্র প্রতিক্রিয়া AIMIM প্রেসিডেন্🍃ট তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির। মিম প্রেসিডেন্ট আসাদউদ্দিন টুಞইট করেছেন রাহুলকে বিঁধে। তিনি লিখেছেন, 'রাহুল আর জাতীয় কংগ্রেস হিন্দুত্বের জমিতে সার দিচ্ছেন। তারা এখন সংখ্যাগুরুবাদের চাষ করতে চাইছেন। হিন্দুদের ক্ষমতায় আনা এটা ২০২১ সালের একটি সেকুলার অ্য়াজেন্ডা ছিল। বাহ! ভারত সমস্ত ভারতীয়র। শুধুমাত্র হিন্দুদের নয়। সমস্ত ধর্মীয় বিশ্বাসী মানুষদের দেশ ভারতবর্ষ, যাঁরা বিশ্বাস করেন না তাঁদেরও দেশ এই ভারতবর্ষ।' টুইট করেছেন মিম প্রেসিডেন্ট।
এদিকে হিন্দু ও হিন্দুত্বকে ঘিরে রাহুলের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে শোরগোল পড়েছে। আমি হিন্দু, হিন্দুত্ববাদী নই বলেও মন্তব্য করেছেন রাহুল গান্ধী। পাশাপাশি তাঁর দাবি হিন্দুত্ববাদীরা ক্ষমতায় যেকোনও মূল্যে থাকতে চায়। এবার সেই রাহুলের মন্তব্যকে ন🍃িশানা করলেন মিম প্রে🌟সিডেন্ট। সরাসরি তাঁর দাবি, রাহুল আর জাতীয় কংগ্রেস হিন্দুত্বকে আরও প্রসারিত করতে সহায়তা করছেন। পাশাপাশি এই দেশ যে হিন্দুদের একার নয় সেটাও কার্যত জানিয়ে দিয়েছে আসাদউদ্দিন।