প্রথা মেনে প্রজাতন্ত্র দিবসের আগের দিন এ বছরের প🔯দ্মপুরস্কার তালিকা ঘোষণা করল কেন্দ্র। এ বছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান তালিকায় রয়েছেন প্রয়াত তিন কেন্দ্রীয় মন্ত্রী। মরণোত্তর পদ্মবিভূষণে সম্মান জানানো হচ্ছে জর্𒁏জ ফার্নান্ডেজ, অরুণ জেটলি ও সুষমা স্বরাজকে।
মরণোত্তর পদ্মবিভ💞ূষণে সম্মান জানানো হচ্ছে উদুপির শ্রীঅধোখাজা পেজাওয়ার♛ মঠের প্রাক্তন প্রধান প্রয়াত ধর্মীয় নেতা শ্রী বিশ্বেশ্বতীর্থ স্বামীজিকেও।
পদ্মবিভূষণ সম্মান পেতে চলেছেন মুষ্টিযোদ্ধা এম সি মেরিকম এবং শাসඣ্ত্রীয় সংগীতশিল্পী পন্ডিত ছন্নুলাল মিশ্র
এ বছর পদ্মভূষণ পেতে চলেছেন কেরালার আধ্যাত্মিক নেতা এম মুমতাজ আলি। জন সংযোগ ক্ষেত্রে বিশেষ অবদানের স্♐বীকৃতি হিসেবে এই সম্মান পাচ্ছেন জম্মু ও কাশ্মীরের মজফ্ফর হুসেন বেগ। শাস্ত্রীয় সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মভূষণ পাচ্ছেন পন্ডিত অজয় চক্রবর্তী।
এ ছাড়া পদ্মভূষণ পেতে চলেছেন স্থাত্যবিদ বালকৃষ্ণ দোশি, পুদুচেরির সাহিত্যকর্মী মনোজ দাস, উত্তরাখণ্ডের সমাজকর্মী অনিল প্রকাশ জোশি, লাদাখের চিকিত্সক শেরিং ল্যান্ডল, বাণিজ্য ক্ষেত্রে আনন্দ মহীন্দ্রা, ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু♓, চিকিত্সাꦫ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সুশোভন বন্দ্যোপাধ্যায়, উত্তর প্রদেশের পদ্মাবতী বন্দ্যোপাধ্যায় এবং চণ্ডীগড়ের দিগম্বর বেহেরা।
আরও পড়ুন: সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পৌঁছে দিয়ে পদ্মশ্রী পেলেন ডাক্তার অরুণোদয়