ফের ভয়াবহ ঘটনা পদ্মা সেতুতে। বাংলাদেশের গর্বের সেতু পদ্মা সেতু। সেখানে ফের বিপত্তি। শনিবার দ্রুতগতিতে আসা একটি বাস ধাক্কা দেয় পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার দুই নম্বর বুথকে। এর জেরে বুথটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত ওই বুথে টোল আদায় সাময়িক ভাবে বন্ধ র꧑াখা হয়েছে। কীভাবে বাসটি ওই টোল প্লাজাতে ধাক্কা দিল তা পুলিশ খতিয়ে দেখছে। সম্ভবত নিয়ন্ত্রণ রাখতে না পেরেই বাসটি ধাক্কা দ𓄧েয়।
পুলিশ জানিয়েছে, বাসটিকে আটক করা হয়েছে। তবে ঘটনার পরেই বাসের চালক ও খালাসি গা ঢাকা দেয়। এদিকে এর আগেও একটি বাস সেতুর টোল প্লাজায় ধাক্কা দিয়েছিল। তাতে টোল প্লাজার একাংশে ক্ষতি হয়েছিল। ♊তখন বাস♕টিকে জরিমানা করা হয়েছিল। পরে বাসটিতে ছেড়ে দেওয়া হয়।
তবে এই বাসটিকে আটক করে থানায় পাঠানো হয়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেন বার বার এই ধরনের🥃 ঘটনা হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। পদ্মা সেতুর নির্🌊বাহী আধিকারিক মোঃ আবুল হোসেন জানিয়েছেন, ২নম্বর টোল প্লাজায় বাসটি ধাক্কা দিয়ে সামান্য ভেঙে ফেলেছে। এর আগেও একটি বাস দক্ষিণ প্রান্তে ধাক্কা দিয়ে টোল প্লাজার ক্ষতি করেছিল।