সাধারণ নিরস্ত্র নাগরিকদের ওপর পাকিস্তানের নির্লজ্জ হানার আরও এক দৃশ্য দেখল ভারতের জম্মু এলাকা। জম্মুতে নারকীয় পাক শেলিংয়ের জেরে ভারত হারাল এক তাবড় অফিসারকে। তথ্য বলছে, রজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপা শহিদ হয়েছেন পাকিস্তানি শেলিং এ। তাঁর বাড়িতে পাকিস্তানি শেলিং আছড়ে পড়ে।
জানা গিয়েছে, শনিবার ভোর ৫.৩০ মিনিট নাগদ রজৌরির ওই তাবড় অফিসারের বাড়ির এলাকায় পাকিস্তানি শেলিং আছড়ে পড়ে। জানা যাচ্ছে, এক বিস্ফোরণের শব্দ প্রথমে শোনা যায়। তারপর আসে এই শোক সংবাদ। এদিকে, রজৌরি শহর জুড়ে পর পর ধোঁয়া দেখা যাচ্ছে। বিস্ফোরণের শব্দও চলছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রজৌরির এডিডিসির শহিদ হওয়ার খবর জানান। ওমর আবদুল্লা এক এক্স পোস্টে জানিয়েছেন,' রাজৌরি থেকে ভয়াবহ খবর। আমরা জম্মু ও কাশ্মীর প্রশাসনের একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারিয়েছি। গতকালই তিনি জেলায় উপ-মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন এবং আমার সভাপতিত্বে অনলাইন সভায় যোগ দিয়েছিলেন।' প্রবল মর্মান্তিক এই ঘটনা নিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলছেন,' আজ রাজৌরি শহরকে লক্ষ্য করে পাকিস্তানি গোলাবর্ষণে ওই অফিসারের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যাতে আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার শ্রী রাজ কুমার থাপা নিহত হয়েছেন। এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় আমার শোক ও দুঃখ প্রকাশ করার কোনও ভাষা আমার নেই। তাঁর আত্মার শান্তি কামনা করি।'
( জলন্ধরের গ্রামে মিলল পাক ড্রোনের অংশ, রজৌরিতে ক্ষতি বাড়ির! পহেলগাঁও হানার নিন্দা করে G7 বলল..)
( ভারতীয় ‘ড্রোন ইন্টারসেপ্ট করা হয়নি কারণ..’ পাক প্রতিরক্ষামন্ত্রীর আরও এক আজব মন্তব্য খবরে!)
এদিকে, জম্মুর বিভিন্ন অঞ্চলে আছড়ে পড়ছে পাকিস্তানের শেলিং। জানা গিয়েছে, জম্মুর আপ শম্ভু মন্দিরের ঠিক সামনে এসে পড়ে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র। তবে তা মন্দিরের কোনও ক্ষতি করতে পারেনি বলে খবর। এদিকে, শ্রীনগরে তুঙ্গে চলছে উত্তেজনা। বহু মিডিয়া রিপোর্ট দাবি করছে, সেখানে ‘ডগ ফাইট’ চলছে। পাকিস্তান ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে, ভারত তা শুধু যে প্রতিহত করছে তা নয়। পাল্টা হামলাতেও পাকিস্তানকে কুপোকাত করে চলেছে ভারতীয় সেনা। তবে ভারত যেখানে কেবল পাকিস্তানের সন্ত্রাসী শিবিরকে টার্গেট করছে, সেখানে পাকিস্তান ভারতের নিরস্ত্র নিরীহ নাগরিকদের টার্গেট করে, তাঁদের বাড়ি টার্গেট করে হামলা করে যাচ্ছে।