ঘটনা পাকিস্তানের লাহোরের। সেখানে স্ত্রীকে খুন করে সোজা কবর দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। পাকিস্তানের লাহোরের বাসিন্দা কাসিম খানের বিরুদ্ধে রয়েছে এমনই অভিযোগ। মার্কিন নাগরিক ডায়ানা ক্রিস্টোকে বিয়ে কর﷽েছিলেন কাজিম। আর সেই মার্কিনি স্ত্রীকেই এভাবে হত্যা ও কবর দেওয়ার অভিযোগ উঠেছে কাজিমের বিরুদ্ধে।
স্থানীয় এক কারখানা সংলগ্ন এলা𓆉কার কবরস্থানে কাজিম তাঁর মৃত স্ত্রী ডায়ানার দেহ নিয়ে যান। সেখানেই কাজিম স্ত্রীকে কবর দিয়েও দেন। গোটা কাণ্ড তিনি নিঃসাড়ে করতে চেয়েছিলেন বলে জানা যাচ্ছে। এর💛পরই সেই কাণ্ড ঘটানোর সময় পুলিশ হাতেনাতে ধরে কাজিমকে। পুলিশ জানিয়েছে, বহু দিন ধরে কাজিম তাঁর স্ত্রীকে অকথ্য অত্যাচার করতেন। আর তারপর ডায়ানার এই মৃত্যুর ঘটনা ঘটে। এখানেই শেষ নয়। ওই খুনের অস্ত্র উদ্ধার হয়েছে অভিযুক্তের কাছ থেকে। ফলে অভিযোগ আরও পোক্ত হয়ে যায়। আপাতত মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসলেই তদন্ত আরও এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই মামলা দায়ের হতেই একটি তদন্ত কমিটি গড়া হয়েছে।
( Video:✤ জলের গভীরে উত্তোলিত হল দেশের জাতীয় পতাকা! ভারতীয় কোস্টগার্ডের উদ্যোগের কিছু ঝল🉐ক)
( Ganga flowing ov🦩er danger mark Video: হিমাচলে ফুঁসে উঠল নদী, উত্তরাখণ্ডে বিপদসীমার উপর বইছে গঙ্গা)
এদিকে এমন আরও একটি ঘটনা কিছু বছর আগে সামনে আসে। ২০২১ সালে পাকিস্তা🦹নি বংশোদ্ভূত মার্কিন মহিলা ওজিহা স্বাতীর মৃত্যু ঘিরে সেবার তুলকালাম হয়েছিল। তাঁর স্বামী রিজওয়ান হাবিবের বিরুদ্ধে অভিযোগ ছিল তাঁকে মারধর করার। পরে তদন্তে জেরার সময় ওজিহাকে খুন🎃 করার কথা স্বীকার করে নিয়েছিল তাঁর স্বামী রিজওয়ান।
 ꦓ;উল্লেখ্য, সেই বছর ১৬ অক্টোবর থেক🌞ে ওজিহা ছিলেন নিখোঁজ। তাঁকে ফোন করেও পাওয়া যায়নি। পরে তাঁকে পাওয়া গিয়েছিল মৃত অবস্থায়। ঘটনা নিয়ে চলে তদন্ত। পরে তদন্তের নিরিখে জানতে পারা যায় আসল তথ্য।