জঙ্গিদের মৃত্যুর বদলা নিতে ভারতের তিনটি সামরিক ছাউনিতে আক্রমণ চালানোর চেষ্টা করল পাকিস্তান। তবে পাকিস্তানের সেই চেষ্টা বানচাল করে দিয়েছে ভারত। বৃহস্পতিবার রাতের দিকে ভারতের ‘হেড কোয়ার্টার্স ℱইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ’-র তরফে সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তের নিকটবর্তী জম্মু, পাঠানকোট এবং উধমপুরের সামরিক ছাউনিকে নিশানা করেছিল পাকিস্তান। নিয়ম মেনে তা বানচাল করে দিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী।’ সেইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, 'কোনও হতাহত বা কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ভারত নিজের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি প্রস্তুত।' তারইমধ্যে পাঠানকোট বা রাজৌরিতে আত্মঘাতী হামলার যে সব দাবি করা হচ্ছে, সেটা সম্পূর্ণ ♏ভুয়ো বলেও ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে ভারতে হামলার চেষ্টা পাকিস্তানের
আর প্রতিরক্ষা মন্ত্রকের🔥 তরফে এমন একটা সময় সেই মন্তব্য করা হয়েছে, যখন ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভারতের বিভিন্ন শহরে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। পহেলগাঁও হামলার পালটা দিতে বুধবার রাতে (ইংরেজি মতে) পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ন'টি জঙ্গি শিবির গুঁড়িয়ে দেওয়ার পরে এবং বৃহস্পতিবার পাকিস্তানে ভারতের পদক্ষেপের পরেই রাতে আক্রমণের চেষ্টা করে ইসলামাবাদ। যা রুখে দিয়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেছে ভারত।
ভারতের ‘এয়ার ডিফেন্স সিস্টেম’-এ প্রতিহত পাক ড্রোন
প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের সাম্বা, আরএস পুরা এবং আরনিয়ার মতো সেক্টরের দিকে তাক করে আটটি মিসাইল ছুড়েছিল পাকিস্তান। তবে প্রতিটিই মুখ থুবড়ে পড়েছে ভারতের ‘পাহারাদের’ সামনে। রুখে দিয়েছে ভারতের ‘এ🍸য়ার ডিফেন্স সিস্টেম’।
আরও পড়ুন: পাকিস্ত𝓰ানের ২টি JF-17 যুদ্ধবিমান ধ্বংস করল ভারত, 'কান লাল' করে স্বীকার করল মুনিরের বাহিনী
শুধু তাই নয়, সাম্বা, পাঠ🥃ানকোটের মতো সীমান্ত লাগোয়া একাধিক জায়গায় পাকিস্তানের ড্রোন হামলাও বানচাল করে দেওয়া হয়েছে। একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে যে আ🦋কাশে উড়ে আসছে একের পর এক ড্রোন। আর সেগুলিকে ধ্বংস করে দিচ্ছে ভারতের 'এয়ার ডিফেন্স সিস্টেম'।
আরও পড়ুন: লাহোরের বুকে আছড়ে পড়ল ভারতের প্রত্যাঘাতের হানা!🥂 শুরু হল বৃহস্পতির রাতের জবাব
CDS ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী
তারইমধ্যে নয়াদিল্লিতে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জ🍰েনারেল অনিল চৌহান, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশকুমার ত্রিপাঠীর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উচ্চপদস্থ বৈঠক করছেন। যদিও সেই বৈঠকে কী কী আলোচনা হয়েছে, তা নিয়ে সরকারিভাবে আপাতত কোনও মন্তব্য করা হয়নি।