Petrol, Diesel price- কলকাতায় এখন পেট্রোল-ডিজেলের দাম কত? পড়শি রাজ্যের সঙ্গে তুলনা করে নিন
1 মিনিটে পড়ুন Updated: 10 Jun 2022, 07:05 PM ISTএখন আপনার শহরে পেট্রোল বা ডিজেলের দাম কত?ꦆ এক নজরে দেখে নিন সর্বশেষ দাম। রইল তালিকা।
এখন আপনার শহরে পেট্রোল বা ডিজেলের দাম কত?ꦆ এক নজরে দেখে নিন সর্বশেষ দাম। রইল তালিকা।
অপরিবর্তিত থাকল পেট্রো♌ল-ডিজেলের দাম। ২১ মে সরকার পেট্রোলে লিটার প্রতি 🔯৮ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ৬ টাকা করে আবগারি শুল্ক কমায়। তারপর থেকে এই হার একই আছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোল এবং ডিজেল, উভয়ের উপরেই আবগারি শুল্ক কমানোর ঘোষণা করেছিলেন।
আবগারি শুল্কের হ্রাসের কারণে, পেট্রোলের দাম কোনও কোনও রাজ্যে ৯৬.৭২ টাকায় নেমে আসে। অন্যদিকে ডিজেলের♛ দাম দিল্লিতে ৮৯.৬২ টাকায় নেমে আসে।
একইসঙ্গে রাজ্যগুলিকেও তাদের কর কমানোর আহ্বান জানায় কেন্দ্র সরকার। যদিও বেশিরভা☂গ অ-বিজেপি রাজ্য তাতে 🅺বিশেষ কান দেয়নি।
ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL), ইন💙্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-সহ পাবলিক সেক্টরের তেল বিপণন সংস্থাগুলি দৈনিক ভিত্তিতে জ্বালানির দাম সংশোধন করে।
জ্বালানির দাম বৃদ্ধি বা হ্রাস আন্তর্জাতিক অপরিশোধিত﷽ তেলের দামের উপরে নির্ভরশীল। তাছাড়া, রুপি-ডলার বিনিময় হারে🃏র উপরেও নির্ভর করে। এছাড়া তার উপর আবগারি কর, ভ্যাট এবং মালবহনের চার্জ যুক্ত হয়। সেই কারণে পেট্রোল এব💦ং ডিজেলের খুচরো দাম বিভিন্ন রাজ্য হিসাবে অনেকটাই আলাদা হয়।
১০ জুন শুক্রবার দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা এবং ভারতের অন্যান্য প্রধ💜ান শহরগুলিতে পেট্রোল, ডিজেলের দাম (প্রতি লিটার):