চুলের যত্নের শ্যাম্পু ও অন্যান্য প্রোডাক্টসে বেনজিন। আর সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় বে🎐শ কিছু প্রোডাক্টস রিকল করল প্রক্টর অ্যান্ড গ্যাম্বল(P&G)। দীর্ঘদিন ধরে বেনজিনের সংস্পর্শে এলে ক্যানসারের সম্ভাবনা থাকে।
শ♔ুক্রবার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে সংস্থাটি একটি রিলিজে বলেছে যে এটি 'সাম্প্রতিক রিপোর্টে বেনজিনের চিহ্ন স্পষ্ট।' সেই কারণেই ড্রাই শ্যাম্পু জাতীয় পণ্য ফেরত চাওয়া হয়েছে।🦋 সেগুলির উপর পরীক্ষা চালানো হবে।
তবে P&G-র সব প্রোডাক্টস-ই যে বিক্রি বন্ধ হচ্ছে, এমনটা কিন্তু একেবারেই নয়। সংস্থা জানিয়েছে, শুধুমাত্র যেগুলিতে বেনজিনের হদিশ মিলেছে, সেগুলিই দোকান থেকে ফেরত আসছে। নয় তো বাকি মুজ, হেয়ার স্প্রে, লিকুইড শ্যাম্পু, লিকুইড কন্ডিশ𒊎নার, স্টাইলিং প্রোডাক্টস ইত্যাদিতে কোনও সমস্যা নেই। মূলত স্প্রে-ভিত্তিক সামগ্রীতেই মিলেছে বেনজিন।
মোট ৩২ টি ড্রাই শ্যাম্পু ও ড্রাই কন্ডিশনার রিকল করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্যান্টিন, ওল্ড স্পাইস, হারবাল এসেন্স, অজির মতো নাম। মার্কিন যুক্তরাষ্ট্রে ও বিশেষত ঠান্ডার স্থানে ড্রাই শ্যাম্পু বেশ জনপ্রিয়। এগুলি মাথায় স্প্রে বা ডাস𝐆্ট করে নিলেই চুলের চটচটে, আঠালো ভাব চলে যায়। সদ্য শ্যাম্পু করা চুলের মতোই হয়ে যায় ফুরফুরে।