বিগত এক দশক ধরে প্রধানমন্ত্রী হিসেবে স্বাধানীতা দিবসে বারবার ভারতকে শ্রেষ্ঠত্বের কাছে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁদের স্বপ্ন পূরণের কথা বলেছেন মোদী। আর এবারে প্রধানমন্ত্রী হিসেবে নিজের দশম স্বাধীনতা দিবসেও সেই একই বার্তা দিলেন প্রধানমন্ত্রী। আজ সকালে এক্স (পূর্বতন টুইটার) বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র ꩵমোদী দেশবাসীর উদ্দেশে লেখেন, 'সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের স্বপ্ন পূরণে আমাদের অঙ্গীকারকে ফের একবার তুলে ধরতে চাই আমরা। জয় হিন্দ!'
এদিকে দু'বছর আগে দেশের ৭৫ম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে ভারতকে নিয়ে নয়া অঙ্গীকারের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। মনে করা হচ্ছে, আজ ৭৭তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে সেই অঙ্গীকারকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টির সঙ্গে অবহিত তিন আধিকারিক জানিয়েছেন, ‘উন্নত ভারত’-র ভিত্তিপ্রস্তর তৈরির ক্ষেত্রে তাঁর সরকার কী কী ভূমিকা পালন করেছে, তা প্রধানমন্ত্রী হিসেবে আজ তুলে ধরবেন মোদী। তা﷽ঁর শাসনকালে ভারত কীভাবে উন্নতির পথে এগিয়ে গিয়েছে, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে, লালকেল্লা থেকে আজ তা বিশদে ব্যাখ্যা করতে পারেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ২০৪৭ সালে🤪র মধ্যে ভারতকে কীভাবে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা যাবে এবং ‘অমৃত কাল’-এ কোন পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটার ব্লু-প্রিন্ট পেশ করতে পারেন মোদী।
আগামী ২৫ বছরে ভারত কোন পথে এগিয়ে যাবে, কোন নীতি অনুসরণ করবে, আজ লালকেল্লা থেকে সে বিষয়ে বিস্তারিতভাবে মুখ খুলতে পারেন মোদী। আগামী বছর লোকসভা ভোটের আগে দেশের বিপুল সং🌞খ্যক মানুষের মনে জায়গা করে নিতে লালকেল্লার এই মঞ্চকে কাজে লাগাতে চাইবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (কৃষকদের জন্য), মহিলাদের ক্ষমতায়ন, আত্মনির্ভর ভারত, প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি, আয়ুষ্মান ভারত, জনধন অ্যাকাউন্ট, সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা প্রদান, করোনাভাইরাস টিকা, প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা, বিশ্বের দরবারে ভারতের গুরুত্ব বৃদ্ধি, স্টার্ট-আꩲপের মতো বিষয়গুলি আজ দশবাসীর সামনে তুলে ধরতে পারেন মোদী।