⭕ পুরস্কার আর খ্যাতিলাভের লোভ! শুধুমাত্র এটুকু পাওয়ার জন্যই নিজেদের পেশার চরম অপব্যবহারের অভিযোগ উঠল ভারতীয় রেলের তিন কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁদের পাকড়াও করা হয়েছে।
সদ্য অভিযোগ উঠেছিল, রেল দুর্ঘটনা♉ ঘটানোর উদ্দেশ্যে রেলওয়ে ট্র্যাক বিকৃত করা হয়েছে। ঘটনাটি গুজরাতের সুরাত জেলার কিম নামক একটি এলাকার কাছে ঘটানো হয় বলে দাবি করা হয়।
𒊎 দেখা যায়, একটি নির্দিষ্ট অংশের মধ্যে রেলওয়ে ট্র্যাক বা রেললাইনের বিভিন্ন যন্ত্রাংশ খুলে ফেলা হয়েছে। সেই অবস্থায় ওই ট্র্যাকের উপর দিয়ে যদি কোনও ট্রেন যায়, তাহলে দুর্ঘটনা অবধারিত।
💎 প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, সংশ্লিষ্ট তিন রেলকর্মী এই ঘটনা আগেভাগেই দেখে ফেলেন। তাঁরাই ওই বেহাল রেললাইনের ছবি ও ভিডিয়ো তোলেন এবং কর্তৃপক্ষকে সাবধান করেন। যাতে কোনও দুর্ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নেওয়া যায়।
♏ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, পুরোটাই আসলে ভুয়ো! শুধুমাত্র মোটা অঙ্কের আর্থিক পুরস্কার এবং নায়কের 'মর্যাদা' লাভ করতেই এই কাণ্ড ঘটিয়েছেন ওই তিন রেলকর্মী। তাঁরা নিজেরাই প্রথমে লাইনের বিভিন্ন যন্ত্রাংশ খুলে ফেলেন। তারপর সেই অবস্থায় রেললাইনের ছবি ও ভিডিয়ো তোলেন। যা পরবর্তীতে সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।