রবিবার কাশ্মীরের গান্দেরবালꦜে শ্রমিক শিবিরে হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় প্রকাশ্যে এল দুই জঙ্গির ছবি। তারা দুজনেই বিদেশি বলে জানা গিয়েছে। পুলিশ বুধবার সন্ত্রাসী হামলায় জড়িত দুই বিদেশি জঙ্গির ছবি 🍃প্রকাশ করেছে। উল্লেখ্য, বুধবার কাশ্মীরের গান্দেরবালে একটি শ্রমিক ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। এই জঙ্গি হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে, এছাড়াও আহত হন ৫।
আরও পড়ুন: উৎসবের মরশুম কাশ্মীরের গান্দেরবালে জঙ্গি হামলায় নিহত ৭ শ্রমিক, আহত ৫! নিন💞্দায় শাহ, ওমর
গাগনগির এলাকায় ক্যাম্পের ভিতরে থ🐻াকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুই জঙ্গির ছবি খুঁজে পেয়েছে পুলিশ। এর আগে পুলিশ বলেছিল যে সন্ধ্যায় দুই বিদেশি জঙ্গি শ্রমিকদের ক্যাম্পে প্রবেশ করেছিল এবং তাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। হামলায় ৬ জন কর্মী ও একজন স্থানীয় চিকিৎসকসহ মোট ৭ জন নিহত হয়েছিলেন।
তদন্তকারীরা ইতিমধ্যেই জঙ্গি হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। এরপরই ঘটনার তদন্ত শুরু করে এনআইএ। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে এনআইএর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর তারা ঘটনাস্থল থে💙কে বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে।
শ্রমিকরা এপিসিও ইনফ্রাস্ট্রাকচারের কর্মচারী ছিলেন। শ্রীনগর-সোনামার্গ সড়কটিকে একটি উন্নতমানের সড়ক করার জন্য জেড মোড় থেকে সোনমার্গ পর্যটন রিসর্ট পর্যন্ত একটি সুড়ঙ্গ তৈরি করছিল। সুড়ঙ্গটি সম্পন্ন হয়ে গেলে সোনমার্গ সব মরসুমেই পর্যটকদের জন্য গন্তব্যস্থল হয়ে উঠবে। 𒆙এরফলে স্থানীয় অর্থনীতিতে ব্꧂যাপক উন্নতি হবে। স্থানীয় যুবকদের কর্মসংস্থান হবে।
জম্মু ও কাশ্মীরের নতুন সরকার গঠিত হওয়ার পরপরই এই হামলার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক্স পোস্টে লেখেন, ‘ জম্মু ও কাশ্মীরের গগনগিরে সাধারণ নাগরিকদের উপর জঘন্য সন্ত্রাসী হামলা কাপুরুষতার একটি ঘৃণ্য কাজ। যারা এই জঘন্য কাজের সাথে জড়িত তাদের রেহাই দেওয়া হবে না এবং তাদের কঠোর শাস্তির মুখোমুখি করা হবে আমাদের নিরাপত্তা বাহিনীর তরফে।’ এছাড়াও কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতীন গডকড়ি, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্ল꧅া, মেহবুবা মুফতি এবং গোলাম নবী আজাদ নিন্দা করেছেন।
এদিকে, এই ঘটনার পরেই আহতদের কানগান সাবডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। যে এলাকায় এই গুলি চলেছে, সেটি গভীর জঙ্গলের এলাকা বলে খবর। তবে নিরাপত্ত🌊া বাহিনী দ্রুত⛎তার সঙ্গে সেখানে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।