টিকা প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের মালিক পুনাওয়ালা পরিবার টিকার গবেষণার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে ৫০ মিলিয়ন পাউন্ড দান করলেন। ভারতীয় মুদ্রায় এই অনুদানের মূল্য ৫০০ কোটি টাকা। টিকা গবেষণার জন্য একটি নতুন রিসার্চ ইনস্টিটিউট তৈরির লক্ষ্যে এই অনুদান দিয়েছে আদর পুনাওয়ালার পরিবার। টিকা গবেষণার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর থেকে বেশি পরিমাণের এককালীন অনুদান এর আগে পায়নি কখনও।এই অনুদান ওল্ড রোড ক্যাম্পাসে একটি নতুন সেন্টার তৈরি করার জন্য ব্যবহার করা হবে। ৩০০ জনেরও বেশি গবেষকদের থাকার জন্য এই সেন্টার ব্যবহৃত হবে। এই নয়া সেন্টারের নাম হবে ‘পুনাওয়ালা ভ্যাকসিনস রিসার্চ বিল্ডিং’। এটি জেনার ইনস্টিটিউটের সদর দফতর এবং প্রধান পরীক্ষাগার হিসেবেও ব্যবহৃত হবে। এই জেনার ইনস্টিউটেই অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করেছিল। সেইসাথে জেনার ইনস্টিউটে অক্সফোর্ডের ম্যালেরিয়ার মতো অন্যান্য ভ্যাকসিনও তৈরি করা হয়েছিল।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারী বিজ্ঞান কেন্দ্রেটর পাশেই তৈরি হবে ‘পুনাওয়ালা ভ্যাকসিনস রিসার্চ বিল্ডিং’ । অক্সফোর্ড ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর লুইস রিচার্ডসন বলেছেন, ‘পুনাওয়ালা পরিবারের সাথে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং আমরা সাইরাস পুনাওয়ালাকে সাশ্রয়ী মূল্যের ভ্যাকসিন তৈরিতে তার অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডিগ্রি প্রদান করতে পেরে আনন্দিত। আমি আনন্দিত যে এই উদার উপহারের মাধ্যমে আমরা ভ্যাকসিন নিয়ে আমাদের কাজকে আরও এগিয়ে নিতে সক্ষম হব যা বিশ্ব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে।’