প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের🧔 শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। গভী🐠র কোমায় আচ্ছন্ন আছেন তিনি।
রবিবার সকালে দিল্লির সেনা হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, প্☂রণববাবুর শারীরিক অবস্থা অপরির্তিত আছে। আপাতত তিনি ভেন্টিলেটরে গভীর কোমায় আচ্ছন্ন আছেন। তবে উদ্বেগের মধ্যেই কিছুটা স্বস্তি দিয়েছে বিভিন্ন প্রণববাবুর শারীরিক মানদণ্ড। সেগুলি আপাতত স্থিতিশীল আছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।
গত ১০ অগস্ট দিল্লি ক্যান্টনেমেন্টে রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় ধরা পড়ে, প্রণববাবুর মস্তিষ্কে রক্ত জমায় বেঁধে আছে। পাশাপাশি তাঁর করোনাভাইরাস রিপোর্টও পজিটিভ আসে। সেদিনই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তাঁর অবস্থা সংকটজনক। তারপর থেকেই ভেন্টিলেশনে আ♛ছেন তিনি। কখনও কখনও শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তার𒀰ইমধ্যে গত বুধবারের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল, প্রণববাবুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর ফুসফুসে সংক্রমণের বিভিন্ন লক্ষণ দেখা গিয়েছে। তার জেরে আবারও উদ্বেগ বেড়েছিল। পরদিনই অবশ্য কিছুটা উন্নতি হয়েছিল প্রণবাবুর।