জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিহিংসা নিতে আমেরিকার নাগরিক এবং সম্পত্তি নিশানা করে আক্রমণ হানলে ইরানের🗹 বিরুদ্ধে ‘অতি দ্রুত ও অতি কঠোর’ ব্যবস্থা নেবে ওয়াশিংটন। শনিবার তেহরানকে এমনই হুঁশিয়ারি দ♐িলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আমেরিকান সেনাবাহিনীর ইতিমধ্যে ইরানে ৫২টি নিশানা বেছে রেখেছে। রেভোলিউশনারি গার্ড কর্পস-এর প্রধান সোলেইমানির মৃত্যুর পরে ইরানি ব্যালিস্টিক মিসাইল ইউনিটগুলিকে উচ্চ পর্যায়েোর সতর্কতা জারি করার খবর পেয়ে এই হুঁশিয়ারি জারি করেছেন মার্কিন প্রেসিডেনꦇ্ট। এ ছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থা সূ💮ত্রে খবর, সম্প্রতি ইরানের এক সামরিক আধিকারিক মন্তব্য করেছেন যে, তেল আভিভে ইরানি সেনাঘাঁটির নিশানায় বেশ কিছু আমেরিকান শিবির ও দফতর রয়েছে।
খবর পাওয়া মাত্র ফ্লোরিডার বেসর𓃲কারি রিসর্ট মারা-আ-লাগোতে ছুটি কাটানোর অবসরে ট্রাম্প টুইটারে ঘোষণা করেছেন, ‘এটা সতর্কতা হিসেবে ধরা হোক যে, যদি ইরান কোনও আমেরিকান নাগরিক, আমেরিকান সম্পত্তির উপর আঘাত হানে, তা হলে আমরাও ৫২টি ইরানি নিশানা স্থির করে রেখেছি, যেগুলি ইরা꧒ন ও তার সংস্কৃতির কাছে অত্যন্ত উচ্চ পর্যায়ের ও গুরুত্বপূর্ণ। ওই নিশানাগুলি এবং সমগ্র ইরানকে লক্ষ্য করে অতি দ্রুত ও অতি কঠোর প্রত্যাঘাত করা হবে।’
আমেরিকান নাগরিক বলতে এই ক্ষেত্রে তিনি ইরানের হাতে বন্দি ৫২ জন মার্কিন🔜 কূটনীতিক-সহ আমেরিকাবাসীর কথা বোঝাতে চেয়েছেন। আয়াতোল্লা আলি খামেইনির নেতৃত্বে ইসলামিক বিপ্লবের জেরে 🅘১৯৭৯ সালের নভেম্বর মাস থেকে ১৯৮১ সালের জানুয়ারি মাসের মধ্যে তাঁদের আটক করে ইরানের ছাত্রবাহিনী।
এর পরে আর একটি টুইটে ট্রাম্প বলেন, ‘আমেরিকা༺ আর কোনও ♑হুঁশিয়ারি চায় না!’
গত শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে 🎐আমেরিকান ড্রোন হানায় নিহত হন আয়াতোল্লাহ আলি খামꦫেইনি ঘনিষ্ঠ জেনারেল কাসেম সোলেইমানি একই সඣঙ্গে মারা যান ইরানের মদতপুষ্ট ইরাকের এক সন্ত্রাসবাদী সংগঠনের নেতা ও আরও ৫ জন। এই হত্যাকাণ্ডের যুক্তি হিসেবে ওয়াশিꦿংটন দাবি করে, আমেরিকা ও তার সেনাবাহিনীর উপরে ভয়াবহ হামলার ছক কষছিলেন সোলেইমানি।
আমেরিকার এই পদক্ষেপে ইরান ও তার সঙ্গী রাষ্ট্রগুলি কꦛ্ষোভ প্রকাশ করার সঙ্গে সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি হুমকি দেন, নিহত জেনারেলের আত্মীয়-সহ প্রত্যেকে এই হত্যার প্রতিহিংসা নিতে তৈরি হয়েছে। ঘটনার পরে ইরানি সেনাবাহিনীর এক কম্যান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলামআলি আবুহামজেদ শনিবার বলেন, ওই অঞ্চলে আমেরিকার ৩৫টি ঘাঁটি ইরান ও তেল আভিভের নিশানায় রয়েছে। এ ছাড়া, পশ্চিম দুনিয়ার জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, ওমান সাগর ও পারস্য উপসাগর দিয়ে বহু মার্কিন যুদ্ধজাহাজ যাতায়াত করে বলেও ইঙ্গিত করেন ওই সেনানায়ক।