2 মিনিটে পড়ুন Updated: 05 Aug 2020, 02:13 PM IST লেখক Ayan Das
আজ (বুধবার) রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দীর্ঘদিনের বিতর্ক, আইনি টানাপোড়েনের পর অবশেষে অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠান ঘিরে স🤡েজে উঠেছে রামনগরী। ঝলমল করছে শহরের বিভিন্ন এলাকা। প্রতিটি বাড়িতেই নয়া রঙের ছোপ পড়েছে। নিরাপত্তার চাদরে 😼মুড়ে ফেলা হয়েছে মন্দির শহর।
05 Aug 2020, 02:13 PM IST
'সোনার অধ্যায়', রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বললেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী : অযোধ্যায় একটি সোনার অধ্যায় 𒀰তৈরি করছে ভারত। কয়েক শতকের প্রতীক্ষা শেষ হল।
05 Aug 2020, 01:13 PM IST
রাম মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপনের মোদীকে ‘মহাপুরুষ’ বললেন যোগী
রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন উত্তরপ্রদ⛄েশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদীক♉ে ‘মহাপুরুষ’ হিসেবে অভিহিত করেন তিনি।
05 Aug 2020, 01:04 PM IST
শেষ রাম মন্দিরের ভূমিপুজো, ভিত্তিপ্রস্তর স্থাপন মোদীর
শেষ🌄 রাম মন্দিরের ভূমিপুজো। বেলা ১২ টা ৪৪ মিন🍨িটে শেষ হয় সেই ভূমিপুজো। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাম মন্দিরের ভূমিপুজোর জন্য তৈরি অযোধ্যা, দেখুন লাইভ
ঐতি♕হ্য মেনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দ্বিতীয় গেট দিয়ে হনুমান গঢ়ি মন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১১ টা ৪৫ মিনিট নাগাদ ভগবান হনুমানের মন্দিরে আরতি করেন। তারপর মন্দিরের পরিক্রমা করেন। শেষে মন্দিরের প্রধান মহন্ত রমেশ দাস মোদীকে একটি পাগড়ি, মুকুট উপহার দেন। সেখানে ১০ মিনিট কাটানোর পর রাম জন্মভূমির উদ্দেশে রওনা দেন মোদী।
05 Aug 2020, 11:37 AM IST
অপেক্ষার প্রহর ক্রমশ কমছে, অযোধ্যায় পৌঁছালেন মোদী
অযোধ্যায় পৌঁছালেন প্রধ꧂ানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের ভূমিপুজোর জন্য ২৯ বছর পর অযোধ্যায় পা দিলেন𓆏 তিনি।
05 Aug 2020, 10:52 AM IST
ভূমি পুজোর জন্য সর্বশ্রেষ্ঠ সময় মাত্র ৩২ সেকেন্ড, জানুন কী কারণে তা শুভ
বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটে অযোধ্যার সাকেত কলেজের হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নিরাপত্তার জন্য বিশেষ সুরক্ষা বলয়। আর সেই সুরক্ষা বলয়ে থাকবেন ১৫০ জন পুলিশকর্মী। যাঁরা করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই পুলিশকর্মীদের শরীরে অ্যান্টিবডি গড়ে উঠেছে। তাই আবারও করোনা আক্রান্ত হওয়া ব♍া সংক্রমণ ছড়ানোর ♔সম্ভাবনা কার্যত নেই, অত্যন্ত আগামী কয়েকমাসের জন্য।