ღ রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়ে গেলেও রামমন্দির এখনও সম্পূর্ণ গড়ে ওঠেনি। সেই কাজ এখনও চলছে। অথচ প্রচণ্ড গরম পড়েছে সারা দেশে। তীব্র দাবদাহ দেখা দিয়েছে উত্তর প্রদেশে। তাতে যাঁরা নির্মাণ শ্রমিক তাঁদের বেশ কষ্ট করেই কাজ করতে হচ্ছে। এই গরম মেনে নিয়েই তাঁরা রামমন্দির গড়ে তুলছেন। তাই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই নির্মাণ শ্রমিকদের চার ঘণ্টা কাজের বিরতি দিয়েছে। সাড়ে তিন হাজার নির্মাণ শ্রমিক কাজ করছে এই রামমন্দির গড়ে তুলতে। কিন্তু গরমে যাতে নির্মাণ শ্রমিকরা অসুস্থ হয়ে না পড়েন তাই এই ব্যবস্থা করা হয়েছে। তাহলে গরমের সময়টা বিশ্রামে থাকা গেল আবার নির্মাণ কাজও চলল।
𝔍 রামমন্দির যেসব নির্মাণ শ্রমিকরা গড়ে তুলছেন তাঁদের দাবদাহ থেকে বাঁচাতে দুটি পর্যায়ে কাজ করানো হচ্ছে। গরমে অসুস্থ হয়ে কাজ যাতে থমকে না যায় তার জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে। তাই সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। এটা প্রথম পর্যায়। আবার বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। মাঝে চার ঘণ্টা বিরতি। এই চার ঘণ্টায় সবচেয়ে বেশি গরম থাকে। তাপমাত্রা চরমে ওঠে। তাই ওই সময়টায় নির্মাণ শ্রমিকদের বিরতি দেওয়া হচ্ছে। কিন্তু রাত ১২ পর্যন্ত কাজ চলার ফলে গড়ে উঠছে রামমন্দিরও।
আরও পড়ুন: 🉐রাত পোহালেই ভোটগণনা, আজ নির্বাচন কমিশনে দাবি নিয়ে যাচ্ছেন মহম্মদ সেলিম
꧂ রামমন্দির সম্পূর্ণ গড়ে এখনও না উঠলেও সেটা একটা পর্যটনক্ষেত্র হয়ে উঠেছে। বহু মানুষই নানা রাজ্য থেকে এই রামমন্দির দেখতে যাচ্ছেন। সুতরাং তা যত দ্রুত সম্পূর্ণ করা যায় সেদিকে লক্ষ্য রেখেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এই বিষয়ে ট্রাস্টের সদস্য অনিল মিশ্র বলেন, ‘শ্রমিকদের বৃহত্তর স্বার্থে গত সাতদিন ধরে নতুন সূচি চালু করা হয়েছে। সমস্ত নির্মাণ কাজ দুপুর ১২টায় বন্ধ করে দেওয়া হয়। গরম থেকে নির্মাণ শ্রমিকদের বাঁচাতে ৪ ঘণ্টা বিরতি দেওয়া হচ্ছে। কাজ আবার শুরু হয় বিকেল ৪টে থেকে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যে চলা তীব্র দাবদাহের জন্য। তখন কাজ করানো অমানবিক।’