আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুরু হয়েছে শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে শুরু হয়েছে সওয়াল–জবাব। এখানেই মুখোমুখি হয়েছেন আইনজীবী ইন্দিরা জয়সিং ও কপিল সিব্বল। এখানেই জুনিয়র ডাক্তারদের কাজে না ফেরার বিষয়টি তুলে ধরেন ক𓆉পিল সিব্বল। এমনকী রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক চেষ্টার কথাও তুলে ধরেন তিনি।
এদিকে আজকের সওয়াল–জবাবের সময় জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন কপিল সিব্বল। মিনিটসের কথা উল্লেখ করে কপিল সিব্বলের সওয়াল, ‘জুনিয়𝔉র ডাক্তাররা কাজে না ফিরলে কী করব?’ জবাবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বললেন, ‘আমরা শেষ শুনানিতে নির্দেশ দিয়েছিলাম পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে। সে বিষয়ে রাজ্য কী পদক্ষেপ করেছে?’ তখন সিব্বল জানান, রাজ্যের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়েছে। তার কপি জমা দেওয়া হয়েছে।’ তবে এদিন রাত্তিরের সাথী প্রকল্পের বিজ্ঞপ্তি সংশোধন করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
আরও পড়ুন: নিউইয়র্কের স্বামীনারায়ণ মন্দির ভাঙচুর, ‘জঘন্য অপরাধ’ বলে গর্জে উঠল ভারতীয় দূতাবাস
অন্যদিকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ইন্দিরা জয়সিং সওয়ালে বলেন, ‘১৫১৪ সিভিক ভলান্টিয়ারকে সরিয়ে রাজ্য পুলিশকে নিয়োগ করার আর্জি রইল। জুনিয়র ডাক্তাররা আতঙ্কিত।’ জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আর এক আইনজীবী করুণা নন্দীর বক্তব্য, ‘রাজ্য বলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ছে। অথচ ওভারটাইম করতে হচ্ছে সিনিয়রদের।’ পালটা প্রধান বিচারপতির প্রশ্ন, ‘সব কি স্বাভাবিক হয়েছে?’ করুণা নন্দী বললেন, ‘জুনিয়রদের ঘাটতি পূরণে কাজ করছেন সিনিয়ররা। আন্দোলনকারীদের🔥 আমজনতার কাছে নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে।’
এছাড়া সিবিআই তদন্ত নিয়েও সওয়াল জবাব চলে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বললেন, ‘যেভাবে তদন্ত হয়েছে তাতে নির্যাতিতার বাবা–মায়ের উদ্বেগ যুক্তিসঙ্গত। এমনিতেই পাঁচদিন দেরি হওয়ায় সিবিআই কিছুটা পিছিয়ে পড়েছে। আমরা নির্যাতিতার বাবার চিঠি প্রকাশ্যে আনব না। তাতে অনেক তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তবে সিবিআই তদন্ত করছে। ওরা তো ঘুমোচ্ছে না। সত্য সামনে আনতে পর্যান্ত সময় দিতে হবে। তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ্যে আনা যাবে না। রিপোর্ট সামনে এলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে।’ জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের কথায়, ‘অকুস্থলে অনেক ব্যক্তি ছিলেন। আমরা আদালতে প্রকাশ্যে নাম বলব না। তবে সিবিআইয়ের কাছে সিল করা খামে সেই নাম জমা দিতে প্রস্তুত।’ আগামী দু’সপ্তাহের মধ্যে সম🗹স্ত হাসপা🙈তালে সিসিটিভি বসাতেই হবে নির্দেশ দেন প্রধান বিচারপতি। দ্রুত কাজ হবে বললেন সিব্বল।