যুদ্ধে কি ইতি টানার কি প্রথম পদক্ষেপ করল রাশিয়া? মস্কোর তরফে কিয়েভ এবং চেরনিহিভে সামরিক গতিবিধি ‘ব্যাপকভাবে’ কমানোর কথা ঘোষণার পর তেমনই সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ইস্তানবুলে ইউক্রেনের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন জানিয়েছেন যে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং উত্তর ইউক্রেনের শহর চেরনিহিভে ব্যাপকভাবে সামরিক গতিবিধি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘পারস্পরিক বিশ্বাসযোগ্যতা বাড়াতে, আরও আলোচনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে এবং চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কিয়েভ, চেরনিহিভে সামরিক গতিবিধি ব্যাপকভাবে কমানো হবে।’অন্যদিকে, ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে, সুরক্ষা সংক্রান্ত নিশ্চয়তা পেলে 'নিরপেক্ষ' অবস্থান গ্রহণের প্রস্তাব দিয়েছে কিয়েভ। অর্থাৎ কোনও সামরিক জোটে যোগ দেবে না ইউক্রেন বা নিজেদের দেশের মাটিতে বিদেশি কোনও শক্তির সামরিক ঘাঁটি রাখবে না। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কি জানিযেছেন, ইউক্রেনের প্রস্তাব বিবেচনা করে দেখা হবে। তা জানানো হবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।