🅷 দিল্লি বিধানসভা নির্বাচনের ঠিক পাঁচদিন আগে বড় ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। শুক্রবার পদত্যাগ করলেন দলের সাতজন বিধায়ক। পদত্যাগীদের মধ্য়ে রয়েছেন - রাজেশ ঋষি, নরেশ যাদব, রোহিত কুমার মহরোলিয়া, ভাবনা গৌড়, মদন লাল-সহ আরও দু'জন।
🔯সূত্রের দাবি, আসন্ন নির্বাচনে গতবারের তিন বিধায়ককে টিকিট দেয়নি আম আদমি পার্টি নেতৃত্ব। যা নিয়ে দলের অন্দরের মতানৈক্য ও অসন্তোষ তৈরি হয়। তার জেরেই এই ঘটনা কিনা, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
🗹পদত্যাগী বিধায়কদের মধ্য়ে অন্যতম হলেন রাজেশ ঋষি। তিনি দিল্লির জনকপুরী বিধানসভা কেন্দ্র থেকে দু'বার নির্বাচিত হয়ে বিধায়কের দায়িত্ব সামলেছেন। যত দূর জানা গিয়েছে, আম আদমি পার্টির সাধারণ সদস্যপদ থেকে শুরু করে সমস্ত পদ থেকেই ইস্তফা দিয়েছেন রাজেশ ঋষি।
🔥নিজের পদত্যাগপত্র অরবিন্দ কেজরিওয়ালকে পাঠিয়েছেন রাজেশ। তাতে তিনি অভিযোগ করেছেন, দল লাগাতার তার আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে এবং ক্রমশ দুর্নীতিতে ডুবে যাচ্ছে।
🏅তিনি আরও লিখেছেন, সন্তোষ কোলী যে বলিদান দিয়েছেন, তার যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। এই ঘটনাকে দলের কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সমতুল্য বলেও তোপ দেগেছেন রাজেশ ঋষি।
🅘এখানেই শেষ নয়। কেজরিওয়ালকে পাঠানো পদত্যাগপত্রে দলের মধ্যে পরিবারতন্ত্র আমদানি করারও অভিযোগ করেছেন রাজেশ ঋষি। এমনকী, আম আদমি পার্টি দিল্লিতে অরাজকতা সৃষ্টিতে মদত দিচ্ছে বলেও কার্যত অভিযোগ করেছেন তিনি।
🐷রাজেশ লিখেছেন, 'আম আদমি পার্টি একটি অনিয়ন্ত্রিত গোষ্ঠীর জন্য স্বর্গরাজ্য তৈরি করছে। দলের নেতৃত্ব দুর্নীতি, পরিবারতন্ত্র এবং স্বৈরাচার প্রতিষ্ঠা করছে।'
🐼পদত্যাগীদের মধ্য়ে আরও একজন হলেন মহরৌলীর বিধায়ক নরেশ যাদব। তিনিও দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ করেছেন।
෴লক্ষ্যণীয় বিষয় হল, আসন্ন নির্বাচনে নরেশকে প্রথমে টিকিট দিয়েছিল আম আদমি পার্টি। কিন্তু, পরে সেই টিকিট তাঁর কাছ থেকে ফেরত নিয়ে নেওয়া হয়।
💎আসলে, কোরানের অবমাননা সংক্রান্ত একটি ঘটনায় নরেশ যাদবকে দোষী সাব্যস্ত করে পঞ্জাবের একটি আদালত। তাঁকে তাঁর কৃতকর্মের জন্য সাজাও শোনানো হয়।
𝔉এহেন এক ব্যক্তিকে টিকিট দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল আপ নেতৃত্বকে। কংগ্রেস ও এআইএমআইএম এই ঘটনাাটিকে ইস্যু করে আপ-এর বিরুদ্ধে প্রচার শুরু করেছিল। ফলত, নরেশ যাদবের প্রার্থীপদ বাতিল করতে বাধ্য হয় আপ নেতৃত্ব।
ꦕযদিও, নিজের পদত্যাগপত্রে দলের বিরুদ্ধেই পালটা দুর্নীতির অভিযোগ তুলেছেন নরেশ যাদব। তিনি লিখেছেন, 'দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারে যে সংগ্রাম শুরু করেছিলেন, তার মাধ্যমেই আম আদমি পার্টির জন্ম হয়েছিল। কিন্তু, আম আদমি পার্টি মোটেও দুর্নীতিতে রাশ টানতে পারেনি। বদলে আম আদমি পার্টিই দুর্নীতির পাঁকে ডুবে গিয়েছে।'