গাড়ি দুর্ঘটনায় লাদাখে মৃত্যু হল একাধিক সেনা জওয়ানের। প্রাথমিকভাবে এই তথ্য তুলে ধরে সংবাদ সংস্থা এএনআই। পরে মৃতের সংখ্যা ꦑবেড়ে ৯ জন হয়েছে বলে জানা গিয়েছে। ২ জন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল লাদাখ। সেখানের কেয়ারি নামক এক এলাকায় নয়ানজুলিতে সেনা জওয়ানদের গাড়ি পড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে খবর। প্রাথমিকভাবে এই তথ্য জানিয়েছেন লাদাখে অবস্থিত ভারতীয় সেনা অফিসাররা।
জানা গিয়েছে, লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। গাড়িটি কারু গ্যারিসন থেকে কিয়ারি যাচ্ছিল বলে খবর। জানা গিয়েছে, কিয়ারিতে ঢোকার ৭ কিলোমিটার আগেই রাস্তা ছিল পিচ্ছিল। তার জেরেই গাড়ি গিয়ে পড়ে নয়ানজুলিতে বলে প্রাথমিক অনুমান। মৃতের সংখ্যা প্রথমে ৭﷽ থাকলেও পরে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৯ জন হয়। লেহ-এর প্রতিরক্ষা বাহিনীর পিআরও লেফ্টন্যান্ট কর্নেল পিএস সিধু জানিয়েছেন, ‘মৃতের সংখ্যা ৯ জনে গিয়ে দাঁড়িয়েছে।’ তিনি জানান, ‘কনভয়টি লেহ থেকে কিয়ারির দিকে যাচ্ছিল। তখনই গাড়ি দুর্ঘটনা ঘটে যায়।’ এদিকে, ঘটনার পরই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শোক প্রকাশ করেছেন। তিনি একটি টুইটে লেখেন, ‘ লাদাখের লেহ-এর কাছে দুর্ঘটনায় ভারতীয় সেনার জওয়ানদের প্রাণহানির ঘটনায় দুঃখিত। আমাদের দেশের জন্য তাঁদের অনুকরণীয় সেবা আমরা কখনই ভুলব না।' তিনি জানান, শোকাহত পরিবারের পাশে থাকার কথা𝕴। তিনি লেখেন, 'আহত কর্মীদের দ্রুত ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
( Viral Video: সজোরে থাপ্পড✨়! প্ল্যাটফর্ম থে𝓀কে রেল ট্র্যাকে ছিটকে পড়লেন ব্যক্তি, আসছিল ট্রেন, এরপর?)
সূত্রের খবর, যে কনভয় এই দুর্ঘটনার শিকার হয়েছে, সেখানে তিনটি গাড়ি গাড়ি ছিল বলে জানা যায়, সেগুলি হল মারুতি জিপসি। সেখানে ৩৪ জন জওয়ান ছিলেন। সেখানে ছিলেন ৩ অফিসার। তাঁদের মধ্যে ২ জন জেসিও পদাধীকারি ছিলেন। সূত্রের দাবি, যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদꦯের মধ্যে ছিলেন একজন জুনিয়র কমিশনড অফিসার। আহত জওয়ানদের মুহূর্তে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেনার তরফে গোটা ঘটনা জানানো হয়েছে এক প্রেস বিবৃতিতে। তবে নিঃসন্দেহে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।