'অপরাধ তার গন্ধ ছ💯াড়ে', প্রবাদ ছিল আগেই। এবার গুজরাটের পোরবন্দর জেলায় ঘটনাটি তা প্রমাণও করে ছেড়ে🌃ছে। দশ বছর চুরি যাওয়া টেলিভিশন চোরকে খুঁজে পেয়েছে পুলিশ, গ্রেফতার করেছে। অভিযোগ ছিল, গুজরাটের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে টেলিভিশন চুরি করে পালিয়েছিলেন দুই খুড়তুতো ভাই। এতদিন পর টেলিভিশনটি উদ্ধার করে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে খবর। তবে, চুরি যাওয়া টেলিভিশনটি উদ্ধার করা হলেও, এটি এখন অকেজো অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, দশ বছর আগে বিলদী গ্রামের একটি প্রাথমিক বি��দ্যালয় থেকে একটি টেলিভিশন চুরি গিয়েছিল। কুটিয়ানা থানায় এ প্রসঙ্গে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু তখন খোঁজ খবর করেও, তেমন কোনও লাভ হয়নি। এত🐷দিন পর সব সামনে এসেছে।
ওই দুই চোরের নাম রাহুল ভারাই। তাঁর এখন বয়স ২৯। দ্বিতীয়জন হলেন সঞ্জয় বাধ। তাঁর এখন বয়স ৩৫। এক দশক ✱আগে একটি প্রাথমিক বিদ্যালয় থেকে এলসিডি টিভি চুরি করেছিলেন দুজনে মিলে। এতদিন পর তাঁদেরই গ🗹্রেফতার করেছে গুজরাটের কুটিয়ানা থানার পুলিশ।
পুলিশের মতে, হেড কনস্টেবল উদয় ভারু এবং হিমাংশু মক্কা এ ব্যাপারে সুনির্ꦬদিষ্ট তথ্য পেয়েছিলেন এবং তার ভিত্তিতে চোরদের ধরে ফেলেছিলেন তাঁরা। ভারু এবং মক্কা জানতে পেরেছিলেন যে চুরি হওয়া টেলিভিশনটি ভারাইয়ের বাড়িতে ছিল।
এই তথ্যের ভিত্তিতে, দুই কর্মকর্তা ভারাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে একটি ৪০ ইঞ্চি টেলিভিশন উদ্ধার করেছিলেন, এই টিভিটিই চুরি করা🐼 হয়েছিল বলে তাঁদের ধারণা, যদিও এখন এটি কাজ করছে না। জিজ্ঞাসাবাদের পর, ভারাইও স্বীকার করে নিয়েছেন যে তিনি এবং তাঁর খুড়তুতো ভাই বাধ দশ বছর আগে স෴্কুল থেকে একটি টেলিভিশন চুরি করেছিলেন।
এর ভিত্তিতে পুলিশ বিলদি গ্রাম থেকে বাধকে গ্রেফতার করেছ💙ে। এবং টেলিভিশনটি বাজেয়াপ্ত করা হয়েছে, যার ꦺবর্তমান বাজার মূল্য ১৫,০০০ টাকা। পুলিশ বিবৃতিতে বলা হয়েছে, এই দুই কর্মকর্তা একটি অপরাধ উদঘাটনে অনেকটাই প্রশংসনীয় কাজ করেছেন যা দশ বছর ধরে অমীমাংসিত ছিল। উভয় অভিযুক্তের বিরুদ্ধে দশ বছর আগে চুরি ও অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে।