এতদিনের রাজনৈতিক টানাপোড়েন। চুক্তি নিয়ে বিতর্ক। অবশেষে আসছে ফরাসি যুদ্ধবিমান রাফাল। ভারতের জন্য বিশেষ ভাবে প্রস্তুত এই যুদ্ধবিমান মাঝ আকাশে জ্বালানি ভরল। ৩০ হাজার ফুট ওপরে এই বিশেষ🧸 প্রক্রিয়ায় সাহায্য করল ফরাসি বিমানবাহিনী। সেই প্রক্রিয়ার ছবি টুইটারে ভাগ করে নিয়েছে ভারতীয় বায়ুসেনা। সবকিছু ঠিক থাকলে ২৯ জুলাই আম্বালা বায়ুঘাঁটিতে গিয়ে ল্যান্ড করবে পাঁচটি রাফাল।