অন্ধ্রপ্রদেশের ৬জন মাওবাদীকে নিকেশ করল গ্রেহাউন্ড বাহিনী। পুলিশ সূত্রে খবর, বুধব♏ার সকালের দিকে বিশাখাপত্তনমের গভীর জঙ্গলে গুলির লড়াই চলে। তাতেই ৬ মাওবাদীর মৃত্য়ু হয়। মোম্পা থানার অন্তর্গত থিগালামেত্তার গভীর জঙ্গলে চলে গুলির লড়াই। মাওবাদী মোকাবিলায় প্রশিক্ষিত এই গ্রেহাউন্ড বাহিনী। মাওবাদীদের গতিবিধি সম্পর্কে গোপন সূত্রে খবর পায় তারা। এরপরই জঙ্গলে শুরু হয় চিরুনি তল্লাশি। জঙ্গলের বিস্তীর্ণ এলাকা ঘিরে ফেলে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত বিশেষ বাহিনী। শুরু হয় অপারেশন।
বিশাখাপত্তনম🌱 জেলা পুলিশের জারি করা বার্তা অনুসারে জানা গিয়েছে, প্রাথমিকভাবে ছজন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। একটি এক ৪৭, একটি এসএলআর, একটা কারবাইন, একটি থ্রি নট থ্রি রাইফেল ও একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে। কোয়রু থানার ইনস্পেক্টর ভেঙ্কটারামান্না বলেন, এনকাউন্টারের জায়গাটি গভীর জঙ্গলে থাকার জন্য কতজন মাওবাদীর মৃত্যু হয়েছে ও কতজন আহত হয়েছে সেব্যাপারে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে ব্যাপক তল্লাশি চলছে। অতিরিক্ত পুলিশ বাহিনীও এলাকায় পাঠানো হচ্ছে।
এদিকে অসমর্থিত সূত্রের খবর, কয়েকজন প্রথম সারির মাওবাদী নেতাও ওই গভীর জঙ্গলে ডেরা নিয়েছিল। গুলি বিনিময় শুরু হতেই তারা গা ঢাকা দ🧸েয়। তাদের গতিবিধির উপর নজর রাখার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।