কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন অভিনেত্রী স্মৃতি ইরানিকে সদ্য এক নেটিজেন প্রশ্ন করেন তাঁর বিয়ে নিয়ে। প্রশ্ন ছিল, ‘আপনি কি আপনার বান্ধবীর স্বামীকে বিয়ে করে💛ছেন?’ প্রশ্নের জবাবও দেন স্মৃতি। জবাবে তিনি লেখℱেন, ‘মোনাকে এর মধ্যে টানবেন না। উনি সম্মানীয় ব্যক্তিত্ব।’
সদ্য ইনস্টাগ্রামে একটি উদ্যোগ নিয়ে স্মৃতি ইরানি শুরু করেছিলেন,'আস্ক মি এনি কোয়েশ্চেন..' (আমাকে যেকোনও প্রশ্ন করুন)। সেখানেই এক নেটিজেন তাঁকে প্রশ্ন করেন যে, ‘আপনি কি আপনার বান্ধবীর স্বামীকে বিয়ে করেছিলেন?’ স্বভাবতই কেন্দ্রীয় মন্ত্রী এই প্রশ্নে বেশ বিরক্ত হন। তিনি এই প্রশ্নের উত্তরও এড়িয়ে যাননি। স্মৃতি ইরানি জবাবে লেখেন,'না… মোনা আমার থেকে ১৩ বছরের বড়। ফলে তাঁকে আমার ছোটবেলার বান্ধবী বলার কোনও প্রশ্নই ওঠে না। তিনি আমাদের পরিবারের অংশ আর তিনি রাজনীতিবিদ নন।' এখানেই শেষ নয়। স্মৃতি আরও লেখেন। তিনি লেখেন, ' ফলে তাঁকে এর মধ্যে টানবেন না। আমার সঙ্গে তর্ক করুন, আমাকে নিচু করুন তবে কোনও এমন নাগরিককে এই নোংরামিতে টানবেন না, যাঁর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, তিনি সম্মানীয় ব্যক্তিত্ব।' প্রসঙ্গত, পারসি ব্যবসায়ী জুবিন ইরানির সঙ্গে স্মৃতির বিয়ে হয়েছে ২০০১ সালে। সেই সময়কালে স্মৃতি কোনও রাজনৈতিক দলে ছিলেন না। ‘কিউকিঁ সাস ভি কভি বহু থি’ সিরিয়ালের হাত ধরে তাঁর খ্যাতির জগতে উত্থান। এদিকে, জুবিনের সঙ্গে স্মৃতি ইরানির বিয়ের ১ বছরের মধ্যেই তাঁদের কোল আলো করে আসে সন্তান। ২০০১ সালে স্মৃতির দ্বিতীয় সন্তান জন্ম নেয়। প্রসঙ্গত, স্মৃতির সঙ্গে বিয়ের আগে মোনা ইরানির সঙ্গে বিবাহিত জীবন যাপন করছিলেন জুবিন ইরানি। পেশাগতভাবে মোনা ছিলেন মডেল কোঅর্ডিনেটর। জুবিন ও মোনার সন্তান শ্যানেল𝓡ের বিয়ে হয়েছে সদ্য।
উল্লেখ্য রাজনীতির জগতে আসার আগে স্মৃতির সবচেয়ে বেশি জনপ্রিয়তা ছিল টিভি সিরিয়াল ঘিরে। ‘কিউকিঁ সাস ভি কভি বহু থি’ সিরিয়ালে তুলসীর চরিত্রে তিনি সকলের মন জিতে নেন। এছাড়াও ‘রামায়ণ’, ‘বিরুদ্ধ’,'তিন বহু রানিয়াঁ' তে দেখা যায় তাঁকে। তাঁর সঙ্গে প্রোডিউসার একতা কাপুরের বন্💃ধুত্ব আজও বহু সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যায়।