দিল্লি পুলিশের হাতে আটক লাদাখের শিক্ষাবিদ তথা পরিবেশবিদ সোনম ওয়াংচুক। এবং সেই ঘটনার পরই গর্জে উঠেছে কংগ্রেস সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রিপোর্ট অনুযায়ী, দিল্লির সীমান্তে সোনম সহ প্রায় ১২০ জন লাদাখবাসীকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, লাদাখকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে দিল্লিতে আসছিলেন মিছিল করতে। তবে জাতীয় রাজধানীতে প্রবেশের মুখেই তাদের আটক করল দিল্লি পুলিশ। ওয়াংচুক-সহ আটক ব্যক্তিদের আলিপুর থানা এবং দিল্লি-হরিয়ানা সীমান্তের অন্যান্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। (আরও পড়ুন: 💦কয়েক দফায় দর কষাকষি ভারতের, ২৬টি রাফালের দাম কমাল ফ্রান্স: রিপোর্ট)
আরও পড়ুন: ಞ'IMF-এর থেকে বেশি টাকা দিতাম পাকিস্তানকে', পড়শিদের নিয়ে বড় মন্তব্য রাজনাথের
আরও পড়ুন: 🔴ডিএ বাড়বে কত? পকেট কতটা মোটা হবে সরকারি কর্মীদের? সামনে ক্যালকুলেশন
জানা গিয়েছে, গতকাল রাতেই আটক করা হয়েছিল সোনম সহ ১২০ জন লাদাখবাসী। সেই সময় দিল্লিতে প্রবেশ না করে হরিয়ানা সীমানায় ছিলেন সোনম। সেখানেই রাত কাটাতে চেয়েছিলেন তিনি। তবে দিল্লিতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা বলে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এর আগে অবশ্য পুলিশ নাকি তাঁদের সেখান থেকে ফিরে যাওয়ার জন্যে অনুরোধ করেছিল। তবে পুলিশের অনুরোধ না রাখায় সোনম সহ ১২০ জন আন্দোলনকারীকে আটক করকে অমিত শাহের পুলিশ। এরপর কিছু সময়ের মধ্যেই তাঁদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। এদিকে আটর আন্দোলনকারীদের মধ্যে কোনও মহিলা নেই বলেও স্পষ্ট করেছে পুলিশ। (আরও পড়ুন: ༺কোন ১০ দাবিতে এবার কর্মবিরতি? ৮ ঘণ্টা জিবি বৈঠক শেষে যা জানালেন জুনিয়র ডাক্তাররা)
আরও পড়ুন: 🍰'ডাক্তাররা যে ইস্যুতে কর্মবিরতি ঘোষণা করছে…', আন্দোলনে মত আছে নির্যাতিতার বাবার?
আরও পড়ুন: ཧআরজি কর চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় CBI আইনজীবীর 'কাজ' করে দিলেন বিচারকই!
গতকাল সোশ্যাল মিডিয়ায় সোনম ওয়াংচুক একটি পোস্ট করেন। সেখানে দেখা যায়। তিনি এবং শতাধিক লোক দিল্লি সীমান্তে আছেন। সেখানে বিশাল সংখ্যক পুলিশ উপস্থিত। পুলিশ তাঁদের বাস থামিয়েছিল। সোনম জানান, তাঁদের বাসকে কার্যত এসকর্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে দিল্লি সীমান্তে পৌঁছতে তিনি বুঝতে পারেন, তাঁদের আটক করা হবে। তাঁর দাবি, দিল্লি সীমান্তে প্রায় ১০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এই আবহে দিল্লিতে অবস্থিত লাদাখ ভবন এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে দিল্লির যেখানে লাদাখের পড়ুয়ারা বেশি সংখ্যায় বসবাস করেন, সেখানেও পুলিশ বাড়ানো হয়েছে। (আরও পড়ুন: 🍷আরজি কর আবহে এবার FIR তৃণমূল বিধায়কের নামে, বিতর্ককে লঘু করার চেষ্টা কুণালের)
আরও পড়ুন: 🐟পুজো তো চলে এল, আরজি করের তদন্ত কি এগোচ্ছে? CBI-তে ভরসা আছে নির্যাতিতার বাবার?
আরও পড়ুন: ♛হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা ইস্যুতে সুপ্রিম প্রশ্নবাণ, মুখ খুললেন মুখ্যসচিব
𝄹 এদিকে সোনমের আটক হওয়া নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধ। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করে লেখেন, 'সোনম ওয়াংচুকজিকে আটক করা হয়েছে। পাশাপাশি শতাধিক শান্তিপ্রিয় লাদাখবাসীকে আটক করা হয়েছে। তাঁরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে চেয়েছিল। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এবং সাংবিধানিক অধিকারেক দাবিতে তাঁরা আন্দোলন করছে। এভাব তাঁদের আটক করা মেনে নেওয়া যায় না। কেন প্রবীণ নাগরিকদের এভাবে আটক করা হচ্ছে দিল্লি সীমান্তে। তাঁরা তো লাদাখের ভবিষ্যতের জন্যে আন্দোলন করছেন। কৃষকদের চারপাশে মোদীজি যেমন চক্রব্যুহ বসিয়েও বিফল হয়েছিলেন। এই ক্ষেত্রেও এই চক্রব্যুহ ভেদ করা হবে। চূর্ণ হবে মোদীজির অহংকার।'