কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধীকে বৃহস্পতিবার সকালে পেটের সমস্যার জন্য স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হ⛎য়েছে।
শুক্🐬রবার সন্ধ্যার মধ্যে সোনিয়া গান্ধীকে ছেড়ে দেওয⛦়া হতে পারে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, 'পেটের কোনো সমꦇস্যার কারণে আজ তাকে ভর্তি করা হয়েছে। স্যার গঙ্গারাম হাসপাতালের বোর্ড অফ ম্যানেজমেন্𒈔টের চেয়ারম্যান ডঃ অজয় স্বরূপ জানিয়েছেন, 'কোনও বড় উদ্বেগের কারণ নেই এবং সম্ভবত আগামীকাল সকালের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে।
তিনি গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্𝓀ঞ ডাঃ সমীরণ নন্দীর তত্ত্বাবধানে রয়েছেন।
প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী গত বছরের ডিসেম্বরে ৭৮ বছরে পা দিয়েছেন।
গত সপ্তাহে সংসদের বাজেট অধিবেশন চলাকালীন রাজ্যস𝄹ভায় সোনিয়া গান্ধীকে শেষবার জনসমক্ষে দেখ⛄া গিয়েছিল।
গত ১০ ফেব্রুয়ারি সোনিয়া গান্ধী সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব জনগণনা শেষ করার দ👍াবি জানিয়ে বলেন, দেশের প্রায় ১৪ কোটি মানুষ খাদ্য সুরক্ষা আইনের সুবিধা থেকে বঞ্চিত 𒈔হচ্ছেন।