আমেরিকার আকাশে চিনের গুপ্তচর বেলুন। বৃহস্পতিবার পেন্টাগনের তরফে এমনটাই দাবি করা হয়েছে। মার্কিন শীর্ষ কূটনীতিবিদরা বেজিংয়ে যাবেন বলে কথাবার্তা রয়েছে। তার আগেই এই আমেরিকার আকাশে চিনের চর বেলুন রয়েছে বলে দাবি করা হয়েছে।প্রতিরক্ষা দফতরের আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এনিয়ে সামরিক বাহিনীকে পদক্ষেপ নেওয়ার জন্য় বলেন। এটিকে গুলি করে নীচে নামানোর ব্যাপারেও চিন্তাভাবনা করা হয়েছিল। কিন্তু এটা করলে নীচে থাকা লোকজন ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাছাড়া এই বেলুনটি নিয়ে অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে কোনও সমস্য়া হওয়ার কথা নয়। সেকারণেই নতুন করে বড় পদক্ষেপ নেয়নি আমেরিকা।এক আধিকারিক জানিয়েছেন পুরো বোঝা যাচ্ছে গোপনে নজরদারির জন্য বেলুনটি পাঠানো হয়েছিল। বেলুনটি উত্তর পশ্চিম আমেরিকার উপর দিয়ে উড়ছিল। তার নীচে এয়ারবেস রয়েছে। পারমাণবিক মিসাইলের ভাণ্ডার রয়েছে। তবে পেন্টাগনের তরফে জানানো হয়েছে এটা আমেরিকার পক্ষে বড় কোনও থ্রেট নয়। তবে বেলুনের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।আধিকারিকদের মতে. সম্ভবত এই বেলুন দিয়ে খবর সংগ্রহ করা হচ্ছিল। এর সঙ্গেই আধিকারিকরা জানিয়েছেন, বেলুনটা চিন থেকে ছাড়া হয়েছিল সেটি নিশ্চিত। কিন্তু কীভাবে এটা নিশ্চিত করা হয়েছিল, কেন একথা বলা হচ্ছে সেব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।এদিকে আমেরিকার এই আশঙ্কা প্রসঙ্গে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং সতর্ক করে জানিয়েছেন গোটা বিষয়টি নিয়ে এতটা বাড়াবাড়ি করার কোনও কারণ নেই। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, চিন কখনওই আন্তর্জাতিক আইনকে ভঙ্গ করবে না। তবে বেলুনটি আদৌ চিনের ছিল কি না সেব্যাপারে চিনের তরফে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তিনি জানিয়েছেন, এনিয়ে যাচাই করা হচ্ছে।এদিকে মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্ক কিছুদিনের মধ্য়ে চিন সফরে যেতে পারেন বলে খবর। তার আগে আমেরিকার আকাশে চিনের বেলুন ওড়াকে কেন্দ্র করে নানা চর্চা শুরু হয়েছে। জি ২০ সামিটের ব্যাপারে চিনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের আলোচনা হওয়ার কথা রয়েছে বলে খবর। ২০১৮ সালের পর থেকে এনিয়ে প্রথমবার কোনও এশিয়ান দেশে আসবেন আমেরিকার প্রেসিডেন্ট। তবে তার আগে আমেরিকার আকাশে বেলুন ওড়াকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আলোড়ন পড়ে গিয়েছে। সেব্যাপারে চিনের তরফেও বিবৃতি জারি করা হয়েছে। কিন্তু নিশ্চিতভাবে বেলুনের ব্যাপারে কিছু জানানো হয়নি।