আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনে সিবিআইকে নতুন করে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলল সুপ্রিম কোর্ট। আজ সোমবার এই মামলার সিবিআইয়ের তরফে শীর্ষ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয়। তা দেখার পর নতুন করে রি🧸পোর্ট জমা দিতে বলে শীর্ষ আদালত। পরে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে নতুন রিপোর্ট জমা দিতে বলে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: নেই দেহের চালান! RG 🌄কর কাণ্ডে ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন SC-র, উঠল উত্তরবঙ্গ লবির নাম
সিবিআইয়ের পক্ষে উপস্থিত হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতার একটি সিলবন্ধ ফাইলে ডꦬিভিশন বেঞ্চে স্টেটাস রিপোর্ট জমা দেন। এদিন প্রধাဣন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানায়, ‘সিবিআই একটি স্টেটাস রিপোর্ট দাখিল করেছে। দেখে মনে হচ্ছে তদন্ত চলছে। আমরা সিবিআইকে নতুন স্টেটাস রিপোর্ট দাখিল করার নির্দেশ দিচ্ছি। আমরা সিবিআইকে তদন্তে গাইড করতে চাই না।’ অন্যদিকে, ফরেনসিক রিপোর্টে সন্তুষ্ট নয় সিবিআই। এবিষয়ে সলিসিটর জেনারেল বলেন, এইমস-এ ফরেনসিক নমুনা পাঠানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সলিসিটর জেনারেল তুষার মেহতা আরও জানান൩, সিবিআইয়ের কাছে একটি ফরেনসিক রিপোর্ট আছে। তাতে দেখ♚া যাচ্ছে, নির্যাতিতার দেহ যখন পাওয়া যায় তখন তাঁর দেহ অর্ধ-নগ্ন অবস্থায় ছিল। জিন্স এবং অন্তর্বাস খুলে ফেলা হয়েছিল। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল। নমুনা সংগ্রহ করে সিএসএফএলে পাঠানো হয়েছে।